আইএমএফের কিস্তি শোধে কাতার থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা – দৈনিক গণঅধিকার

আইএমএফের কিস্তি শোধে কাতার থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ১০:১৩ 22 ভিউ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পরিশোধ করতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের কাছ থেকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিচ্ছে আর্জেন্টিনা। খবর বার্তা সংস্থা রয়টার্সের। শুক্রবার (৪ আগস্ট) এই ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সের্গিও মাসা। আর্জেন্টিনার অর্থমন্ত্রী বলেছেন, বাৎসরিক ৪ দশমিক ০৩ শতাংশ হারে সুদের শর্তে আর্জেন্টিনাকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিতে রাজি হয়েছে কাতার। সেই টাকা দিয়েই শোধ করা হবে আইএমএফের ঋণের কিস্তি। এর আগে গত সোমবার এক ঘোষণায় সের্গিও মাসা জানিয়েছিলেন, আইএএফের ঋণের কিস্তি পরিশোধে নিজেদের বিদেশি মুদ্রার রিজার্ভে হাত দেবে না সরকার। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ১৯৯০ সালের পর থেকে এই পর্যায়ের মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এমনকি, আর্জেন্টিনার ইতিহাসে এর আগে কখনও মূল্যস্ফীতির হার ১০০ শতাংশেও পৌঁছায়নি। আর্জেন্টিনার আগে বিশ্বের মাত্র দুটি দেশের মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছানোর রেকর্ড পাওয়া যায়। সেই দেশ দুটি হলো ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে। প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। চলতি বছরের এপ্রিলে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির গড় হার ছুঁয়েছে ১০০ শতাংশের কোঠা। এই পরিস্থিতিতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ৯৭ শতাংশ বাড়িয়েছে। এদিকে, আর্জেন্টিনায় যেমন হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি; তেমনি অন্যদিকে পাল্লা দিয়ে কমছে দেশটির মুদ্রা পেসোর মান। ২০২২ সালে ডলারের বিপরীতে পেসোর মান ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। আর্জেন্টিনায় চলতি বছরের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে এই টালমাটাল অর্থনীতির জেরে স্বাভাবিকভাবেই বিব্রত দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি আগামীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ অনেক জেলা খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন কংগ্রেসে সহায়তা বন্ধের পর যা বললেন জেলেনস্কি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী এডিসি হারুনকাণ্ড নিয়ে যা বললেন নতুন ডিএমপি কমিশনার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় আসবেই: জেলেনস্কি স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজেকেও শেষ করলেন যুবক পাকিস্তানে ফিরছেন ‘আরও শক্তিশালী’ নওয়াজ শরিফ: মরিয়ম ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি কিংবা আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ৫, ২, ৮ রান করে সাজঘরে লিটন শান্ত মুশফিক বেড়েই চলেছে এলপি গ্যাসের দাম বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে: হাছান মাহমুদ শুরুতেই কোড জটিলতা প্রধানমন্ত্রী ফিরলে সচিবসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল পেনশন স্কিমে কর ছাড়ে ধোঁয়াশা খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়াল আজ বিশ্ব বসতি দিবস: প্রধানমন্ত্রীর দেওয়া ঘরই নিঃস্বদের আশ্রয়স্থল ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় কী আছে