আইসিসিকে ‘সরাসরি চিঠি’ দিয়ে হোটেল পাল্টালো পাকিস্তান – দৈনিক গণঅধিকার

আইসিসিকে ‘সরাসরি চিঠি’ দিয়ে হোটেল পাল্টালো পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:৪৫
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্ক চলছেই। নিউইয়র্কের নাসাউ কাউন্টির ড্রপ-ইন পিচ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। প্রথম ম্যাচে শোচনীয় হারের পর শ্রীলঙ্কা অভিযোগ তুলেছে লজিস্টিক সাপোর্ট ও আবাসন ব্যবস্থা নিয়ে। ভারত অনুশীলনে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের কাছে পার্কে অনুশীলন তো বেজায় অদ্ভুত লেগেছে। এরপর পাকিস্তান যা করলো, সেটিও অবিশ্বাস্য! আইসিসির কাছে হোটেল বদলের জন্য সরাসরি চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই চিঠির পর পাকিস্তানের হোটেল বদলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিউইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে পাকিস্তানের হোটেল ছিল দেড় ঘণ্টা দূরের পথে। বিষয়টি নিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির কাছে অভিযোগ জানান পাকিস্তানের ক্রিকেটাররা। খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে আইসিসির সঙ্গে যোগাযোগ করে পিসিবি। আর তাতেই কাজ হয়ে যায়। আইসিসির কাছে পাঠানো চিঠিতে বলতে গেলে হুমকি দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, 'দীর্ঘ পথ ভ্রমণ করে ৯ এবং ১১ জুন ম্যাচ খেলতে পারবে না পাকিস্তান। আইসিসি এই হোটেল পরিবর্তন না করলে, পিসিবি তার নিজস্ব খরচে খেলোয়াড়দের জন্য নতুন হোটেলের ব্যবস্থা করবে।' পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ম্যাচ ভেন্যু থেকে সবচেয়ে কাছে টিম হোটেল পেয়েছে ভারত। স্টেডিয়াম থেকে তাদের হোটেলের দূরত্ব মাত্র ১০ মিনিটের। এছাড়া বাকি সব দলকে ভেন্যুতে আসতে কমপক্ষে ঘণ্টাখানেকের পথ অতিক্রম করতে হচ্ছে। দূরত্ব নিয়ে পাকিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা অভিযোগ জানিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান এই মুহূর্তে অবস্থান করছে ডালাসে। এরপরেই পাকিস্তান চলে যাবে নিউইয়র্কে। যেখানে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলবে ৯ তারিখে। এরপর কানাডার বিপক্ষে ১১ তারিখে পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক