নিউজ ডেক্স
আরও খবর
ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ
দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে
টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে শেষ ৮ থেকে ছিটকে পড়লো স্লোভেনিয়া
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?
জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব এএফএ’কে ফিফার শাস্তি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের জানা-অজানা
কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
আইসিসির মার্চের সেরা ক্রিকেটার সাকিব
আইসিসির মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার সেরা হওয়ার পথে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হারিয়েছেন।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিতে ৭১ বলে ৭৫ রান করেন ও চার উইকেট নেন তিনি।
ওয়ানডের পর টি-২০ সিরিজেও ছন্দে ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পথে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রান করেছিলেন তিনি।
এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ছন্দে ছিলেন তিনি। শুরুতে ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। মার্চে ১২ ম্যাচ খেলে তিনি ৩৫৩ রান করেছেন এবং ১৫ উইকেট নিয়েছেন।
সেরা হয়ে সাকিব বলেছেন, ‘পুরস্কার জিতে আমি সম্মানিত। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ। এই পুরস্কারকে আমি বিশেষ মনে করি, কারণ মার্চে অনেকেই দারুণ পারফরম্যান্স করেছেন। গত মাসে আমার পারফরম্যান্সের হাইলাইট করলে বলবো, ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয় সেরা।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।