
নিউজ ডেক্স
আরও খবর

সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার

সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়: আইন উপদেষ্টা

দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা

কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি

শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
আফ্রিকায় নিহত ৫ জনেরই বাড়ি ফেনীতে

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনেরই বাড়ি ফেনীতে। শুক্রবার রাতে নিহতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।
নিহতদের একজন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মাহাবুবুল হক লিটন। তিনি জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর নিহতের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, নিহতদের মধ্যে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোহাম্মদ সিরাজের ছেলে মোস্তফা কামাল নোপেল এবং মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবদুল মন্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (২৮) রয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নিহতদের বাড়িতে যান। ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, এই দুর্ঘটনায় জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুরের চরমজলিশপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল হোসেন (৩২) এবং আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন (১৩) নিহত হয়েছেন।
স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন জানান, নিহতদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আত্মীয়-স্বজন ছাড়াও নিহতদের বাড়িতে শত শত লোক ভিড় করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।