আফ্রিকায় নিহত ৫ জনেরই বাড়ি ফেনীতে – দৈনিক গণঅধিকার

আফ্রিকায় নিহত ৫ জনেরই বাড়ি ফেনীতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনেরই বাড়ি ফেনীতে। শুক্রবার রাতে নিহতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন। নিহতদের একজন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মাহাবুবুল হক লিটন। তিনি জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর নিহতের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, নিহতদের মধ্যে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোহাম্মদ সিরাজের ছেলে মোস্তফা কামাল নোপেল এবং মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবদুল মন্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (২৮) রয়েছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নিহতদের বাড়িতে যান। ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, এই দুর্ঘটনায় জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুরের চরমজলিশপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল হোসেন (৩২) এবং আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন (১৩) নিহত হয়েছেন। স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন জানান, নিহতদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আত্মীয়-স্বজন ছাড়াও নিহতদের বাড়িতে শত শত লোক ভিড় করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত