ইউক্রেনের বিমান কারখানা, ব্লাড ব্যাংকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা – দৈনিক গণঅধিকার

ইউক্রেনের বিমান কারখানা, ব্লাড ব্যাংকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৫:০২
এবার উত্তর-পূর্ব ইউক্রেনের একটি ব্লাড ব্যাংক রাশিয়া বিমান হামলা করেছে। এতে অনেকে হতাহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বোমারু বিমান উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে হামলা করেছে। এতে মানুষ নিহত ও আহত হয়েছেন। ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার রাতে খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। উদ্ধারকারীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, সন্ত্রাসীদের পরাজিত করা প্রত্যেকের জন্য সম্মানের বিষয়। যারা জীবনের মূল্য দেয়। যদিও রাশিয়া হামলাগুলোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি হামলাকারীদের ‘পশু’ হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, তারা (রাশিয়া) সবকিছু ধ্বংস করতে চাইছে। তিনি বলেন, এই হামলা (ব্লাড ব্যাংকে হামলা) একাই রাশিয়ান আগ্রাসন সম্পর্কে সবকিছু বলে। তবে হামলায় কতজন নিহত ও আহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। এর আগে কৃষ্ণসাগরে রুশ ট্যাংকারে ড্রোন হামলার একদিন পেরোনোর আগেই ইউক্রেনের সরকারি বিমান কোম্পানি মোটোর সিচে হামলা চালায় রাশিয়া। অন্য এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ শত্রু বাহিনী আমাদের সামরিক অবকাঠামোর ওপর আরও একটি বড় ধরনের হামলা ঘটেছে। তারা মোটোর সিচের কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ’ তিনি জানান, এই হামলায় রাশিয়া (হাইপারসনিক) কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই