ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেল জার্মান উপন্যাস ‘কাইরোস’
 
                             
                                               
                    
                         জার্মান ভাষায় লেখা ‘কাইরোস’ উপন্যাসের জন্য লেখক জেনি উরপেনবেক এবং অনুবাদক মিশায়েল হফমান যৌথভাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ পেলেন।
'কাইরোস' উপন্যাসে এক বিধ্বংসী ভালোবাসার গল্প বলা হয়েছে, ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির প্রেমের মধ্য দিয়ে উপন্যাসটি শুরু হয়। যা এগিয়ে যায় জার্মানির গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ‘বিদীর্ণ মূল্যবোধ’, এবং সেই সময়কার ‘সম্পূর্ণ পর্যুদস্তু একটি রাজনৈতিক ব্যবস্থা’-এর মধ্য দিয়ে। স্বাধীনতা, আনুগত্য, ক্ষমতা ও প্রেম সম্পর্কে জটিল সব প্রশ্ন তোলায় উপন্যাসটি সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
৫৭ বছর বয়সি জার্মান লেখক উরপেনবেকের জন্ম বার্লিনে। লেখক হিসেবে খ্যাতি পাওয়ার আগ পর্যন্ত তিনি অপেরা পরিচালক হিসেবে কাজ করতেন। তার অন্যতম সৃষ্টিকর্ম ‘দ্য এন্ড অব ডেজ’ (২০১৪) এবং ‘গো, ওয়েন্ট, গান’ (২০১৭) আন্তর্জাতিক বুকারে ২০১৮ সালের সংক্ষিপ্ত তালিকায় ছিল।
৬৬ বছর বয়সি হফমানকে জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অনুবাদক বলা হয়। কবিতা ও সাহিত্যের সমালোচক হিসেবেও দক্ষ হফমান ফ্লোরিডা ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক।  
                    
                    
                                                            
                    
                                    


 
                                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।