
জুয়েল আহম্মেদ
আরও খবর

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট।

এই দেশে আর কোনো মাইনরিটি-মেজরিটির কথা শুনতে চাই না

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়

ঝাউদিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু
ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতিমাতুজ-জোহরা-ইরানী এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আল ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. দিদারুল ইসলাম রাসেল।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির তথ্য জানানো হয়।
১৪ সদস্যের কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন - ইয়ামিন মোস্তাহসিন, রায়হান বিশ্বাস, ফুয়াদ হাসান, আরোশী আখি, অনিন্দ্য সাহা, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, নাহিদুর রহমান, তারেকুল ইসলাম তারেক, ইয়াসিন আলী, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ।
নব নির্বাচিত কমটির আহ্বায়ক ফাতিমাতুজ-জোহরা-ইরানী বলেন, ইবি ডিবেটিং সোসাইটির কার্যক্রম দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় ছিলো। এমন অবস্থায় আমার দায়িত্ব প্রাপ্তি অনেক গুরুত্বপূর্ণ। আমি সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ইবি ডিবেটিং সোসাইটিকে পুনরায় সচল, অনুকরনীয় এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের হল ডিবেটিং সোসাইটি ও মাঠ পর্যায়ের বিতার্কিকদের অবদান ব্যতীত এই কমিটির সফলতা অসম্ভব। সুতরাং সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ঈর্ষণীয় জায়গায় এগিয়ে নেয়ার স্বপ্ন দেখি।
সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই।আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যেন যথাযথ পালন পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।