নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা
আবারও ৪ টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের
ক্রিমিয়ার আকাশে উড়ন্ত ৫টি বস্তুকে গুলি করে ভূপাতিত
নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
দিল্লি রেকর্ড বৃষ্টি; ১১ জনের মৃত্যু
রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেলেন আইনজীবীরা
পাকিস্তানের অ্যাটক কারাগারে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার গ্রেফতারের পর তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তার আইনজীবীরা। তবে এবার সেই বহুল আকাঙ্ক্ষিত অনুমতি দেওয়া হলো ইমরান খানের আইনজীবীদের।
সোমবার দুপুরে ইমরানের সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
তোশাখানা (রাষ্ট্রীয় উপহার বিক্রি) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর শনিবার ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার ইমরানের আইনজীবী নাঈম পানঝুতা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমরা অ্যাটক জেলে পৌঁছে গেছি।’
নাঈম আরও বলেছেন, ইমরান খানের সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়া হবে।
এর আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।
নাঈমের দাবি, কারাগারে ইমরান খানের এ ক্লাস সেল পাওয়ার অধিকার রয়েছে। কারণ কারাগারে রাজনৈতিক বন্দিদের টেলিভিশন, সংবাদপত্র এবং বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। অথচ ইমরানকে সি ক্লাস সেলে রাখা হয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।