উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, কমিটির তদন্ত শুরু – দৈনিক গণঅধিকার

উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, কমিটির তদন্ত শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:১৮
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ তদন্তে গঠিত ৪ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। কমিটির চার সদস্য বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রথম সভা করেছেন। এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য ও পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক ইমরান বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আমরা ৪ সদস্য আজ থেকে কাজ শুরু করেছি। প্রথম দিনে উদয়ন ট্রেনে ওই সময় যারা ছিল, তাদের অনেকের মতামত নেওয়া হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রতিবেদন জমা দিতে পারবো। এ প্রসঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে কমিটি তাদের কাজ শুরু করেছেন। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণী ধর্ষণের শিকার হন। বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উদয়ন ট্রেনের খাবারের বগিতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ট্রেনটি ওই সময় লাকসাম জংশন পার হচ্ছিল। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছে বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটে। রেলওয়ে পুলিশ জানায়, ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে উঠে খাবারের বগিতে অবস্থান নেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী প্রথমে তাকে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করে। ভুক্তভোগী সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। তার বাড়ি বান্দরবানে। বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে বুধবার রেলওয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনায় এদিন ৩ জন এবং আজ আরেকজনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ৪ জনই ওই ট্রেনে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মী। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। এ ঘটনায় বুধবার আটকককৃত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মী হলো জামাল (২৯), শরীফ (২২) ও রাশেদুল ইসলাম (২৮)। বৃহস্পতিবার মো. রাসেল (২৬) নামে আরও একজনকে আটক করা হয়েছে। আজ ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। উদয়ন এক্সপ্রেসের পাশাপাশি পাহাড়িকা এক্সপ্রেসেও প্রতিষ্ঠানটির খাবার সরবরাহ স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ দুটি ট্রেনে খাবার সরবরাহ করে আসছিল এসএ করপোরেশন। এ ঘটনায় উদয়ন ট্রেনের গার্ড আবদুর রহিমকে বরখাস্ত করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার