
নিউজ ডেক্স
আরও খবর

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা

দৌলতদিয়ার ‘নীলা’ হয়ে ওঠার গল্প…
ওটিটিতে এবার কোরিয়ান ব্যান্ডের হতাশার গল্প

ঈদ উৎসব ঘিরে টিভি চ্যানেলের পাশাপাশি দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর আয়োজনেও কমতি নেই। রকমারি সিরিজ, সিঙ্গেল আর সিনেমায় সাজানো হয়েছে বিনোদনের নতুন এই মাধ্যমে। তবে এরমধ্যে খানিকটা আলাদা চমক নিয়ে হাজির হচ্ছে দীপ্ত প্লে।
এই ওটিটি প্ল্যাটফর্মে দেশের মৌলিক নির্মাণের পাশাপাশি ঈদের দিন থেকে প্রচার করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। ২০২১ ও ২২ সালে এই সিরিজটি প্রচার হয় দেশটির টিভি চ্যানেলে। যা তুমুল জনপ্রিয়তা পায়। সেটি এবার বাংলায় ডাবিং করে ঈদের বিশেষ সিরিজ হিসেবে প্রচার করতে যাচ্ছে দীপ্ত প্লে। যার বাংলা নাম দেয়া হয়েছে ‘গাইবো তোমার জন্য’। নিশ্চিত করেছেন দীপ্ত টিভির প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা।
সিরিজটিতে দেখা যাবে একজন হতাশায় ডুবে যাওয়া ব্যান্ড তারকার জীবনের গল্প।
গল্পের সূত্রপাত এমন- বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ডের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। স্বাভাবিকভাবেই দলনেতার বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পড়ে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। অ্যাজেন্সির চাপে দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সাথে একসময় দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে মেয়েটি তাকে সারিয়ে তুলতে পারবে কি? নাকি আরও ঝামেলা বাড়বে!
সেই উত্তর মিলবে সিরিজটিতে।
সিরিজের চরিত্রগুলোয় কণ্ঠাভিনয় করেছেন খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু ), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন) প্রমুখ।
কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।
তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল।
‘গাইবো তোমার জন্য’ সিরিজটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।