ওটিটিতে এবার কোরিয়ান ব্যান্ডের হতাশার গল্প – দৈনিক গণঅধিকার

ওটিটিতে এবার কোরিয়ান ব্যান্ডের হতাশার গল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৪ | ৭:৪৫
ঈদ উৎসব ঘিরে টিভি চ্যানেলের পাশাপাশি দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর আয়োজনেও কমতি নেই। রকমারি সিরিজ, সিঙ্গেল আর সিনেমায় সাজানো হয়েছে বিনোদনের নতুন এই মাধ্যমে। তবে এরমধ্যে খানিকটা আলাদা চমক নিয়ে হাজির হচ্ছে দীপ্ত প্লে। এই ওটিটি প্ল্যাটফর্মে দেশের মৌলিক নির্মাণের পাশাপাশি ঈদের দিন থেকে প্রচার করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। ২০২১ ও ২২ সালে এই সিরিজটি প্রচার হয় দেশটির টিভি চ্যানেলে। যা তুমুল জনপ্রিয়তা পায়। সেটি এবার বাংলায় ডাবিং করে ঈদের বিশেষ সিরিজ হিসেবে প্রচার করতে যাচ্ছে দীপ্ত প্লে। যার বাংলা নাম দেয়া হয়েছে ‌‘গাইবো তোমার জন্য’। নিশ্চিত করেছেন দীপ্ত টিভির প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা। সিরিজটিতে দেখা যাবে একজন হতাশায় ডুবে যাওয়া ব্যান্ড তারকার জীবনের গল্প। গল্পের সূত্রপাত এমন- বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ডের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। স্বাভাবিকভাবেই দলনেতার বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পড়ে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। অ্যাজেন্সির চাপে দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সাথে একসময় দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে মেয়েটি তাকে সারিয়ে তুলতে পারবে কি? নাকি আরও ঝামেলা বাড়বে! সেই উত্তর মিলবে সিরিজটিতে। সিরিজের চরিত্রগুলোয় কণ্ঠাভিনয় করেছেন খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু ), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন) প্রমুখ। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল। ‘গাইবো তোমার জন্য’ সিরিজটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার