ওবামা উভয়কামী, প্রেম করেন পুরুষদের সঙ্গে – দৈনিক গণঅধিকার

ওবামা উভয়কামী, প্রেম করেন পুরুষদের সঙ্গে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৫:০৭
সাম্প্রতিক সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট ছিলেন রাবাক ওবামা। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেন। ক্ষমতা ছাড়ার পর থেকেও তিনি আলোচিত। কারণ তিনি বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা ও লেখালেখিতে ব্যস্ত রয়েছেন। আর এই লেখালেখি ও বক্তৃতাও প্রায় সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এবার তার একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি বলেছেন তিনি উভয়কামী। সমকামিতাকে সমর্থন করেন। তার কল্পনায় প্রতিদিন কোনো না কোনা পুরুষ আসে। জানা যায়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা খোলামেলাভাবে তার মনের কথা জানিয়েছেন। পুরুষদের প্রতিও তিনি যে সমান আকর্ষণ বোধ করতেন তা জানিয়েছেন নিজের লেখা একটি চিঠিতে। দ্য পোস্ট দ্বারা প্রাপ্ত ওবামার ১৯৮২ সালের ওই চিঠিতে তিনি লিখেছেন- 'আমি প্রতিদিন পুরুষদের সাথে প্রেম করি, কিন্তু কল্পনায়'। ওবামার জীবনীকার ডেভিড গ্যারো এক সময়ের কমান্ডার-ইন-চীফ সম্পর্কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার সময় প্রাক্তন বান্ধবীকে ওবামার লেখা ৪০ বছরেরও পুরনো চিঠিটির প্রসঙ্গ উত্থাপন করেন। ১৯৮২ সালের ২১ নভেম্বর বান্ধবী অ্যালেক্স ম্যাকনিরকে ওবামা লিখেছিলেন-''সমকামিতা সম্পর্কে আমি বিশ্বাস করি এটি বর্তমান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটি প্রয়াস, একটি প্রত্যাখ্যান সম্ভবত পার্থিব জীবনের অন্তহীন প্রহসন চিরস্থায়ী করতে। আমিও প্রতিদিন পুরুষদের সাথে প্রেম করি, কিন্তু কল্পনায়। আমার মন অনেকাংশে উভকামী এবং আমি যতক্ষণ না সেইভাবে চিন্তা করতে পারবো, ততক্ষণ জীবনের সেই আকস্মিকতাকে মেনে নিতে পারবো না। কারণ আমি শারীরিকভাবে একজন পুরুষ। ''ম্যাকনিয়ার, লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজে ওবামার সাথে পড়াশোনা করতেন। উভয়ে সেইসময়ে ডেটিং করতেন। পুলিৎজার- পুরস্কার বিজয়ী ইতিহাসবিদ গ্যারো তাঁর "রাইজিং স্টার" বইতে ওবামার জীবনের বিশেষ এই দিকটিতে আলোকপাত করেছেন। চিঠিটি বর্তমানে এমরি ইউনিভার্সিটির মালিকানাধীন, এটির ছবি তোলা নিষেধ। তাই গ্যারোর বন্ধু হার্ভে ক্লেহার চিঠির অংশগুলিকে হাতে লিখেছিলেন এবং সেগুলি লেখকের কাছে পাঠিয়েছিলেন। ক্লেহার চিঠিটির সংশোধিত অংশ পোস্টকে সরবরাহ করেছিলেন। দুই সন্তানের বাবা ওবামা ১৯৯২ সাল থেকে মিশেলকে বিয়ে করেন। গ্যারো মনে করেন তরুণ ওবামার জীবনের এই বিশেষ দিকটির মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তিনি ইমেলে জানিয়েছেন -''আমি একজন ইতিহাসবিদ, মনোবিজ্ঞানী নই। কিন্তু আমি মনে করি এটি একটি বিশাল খবর এই জন্যে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যেই যৌন কল্পনা রয়েছে!'' বিষয়টি নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের প্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করতে চাননি। সূত্র : নিউইয়র্ক পোস্ট

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই