
নিউজ ডেক্স
আরও খবর

শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির!

নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও বিক্রি ওপেন সিক্রেট

ছাত্রলীগ নেতার কাণ্ড! গোপনে ৪ মাস সংসার করে স্ত্রীকে অস্বীকার

গাজীপুরে ইউএনওর ওপর হামলার অভিযোগ, আহত ৬

বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫

এডিসি হারুনকাণ্ডে অভিযুক্ত অর্ধডজন

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার বেহিসাবি অনিয়ম-দুর্নীতি
কুলাউড়ায় ১৭ জঙ্গিকে নিয়ে অভিযানে সিটিটিসি টিম

মৌলভীবাজারের কুলাউড়ায় আটককৃত ১৭ জন জঙ্গিকে নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে অভিযানে নেমেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। কিন্তু সকাল থেকে অঝোরে বৃষ্টির কারণে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান থেকে ফিরে আসতে পারে নি তাঁরা।
সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান অভিযান শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করার কথা।
জানা যায়, সোমবার (১৪ আগস্টা) সকালে এই ১৭ জন জঙ্গিকে উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার সংলগ্ন রাস্তা থেকে আটক করেন সিএনজি চালকসহ স্থানীয় লোকজন। এরপর আটককৃতদের কর্মধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দিনভর আটক জঙ্গিদের কঠোর নিরাপত্তায় রাখে। সন্ধ্যা ৭ টার ঢাকা থেকে ঘটনাস্থলে এসে পৌছান সিটিটিসি টিমের সদস্যরা।
এরপর প্রায় ২ ঘন্টাব্যাপী আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম- তাদের আরও আস্তানা এখানে আছে। গোপন আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাদেরকে আটক করেছেন।
তিনি বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মাঝে কয়েকজন ডাক্তার ও চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ২ জন ইঞ্জিনিয়ারও আছেন। তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আশা করি তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।