🇧🇩 ইবি প্রতিনিধি: জুয়েল রানা
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন
তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই
বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ মামলায় ৪ আসামি রিমান্ডে
উপজেলা চেয়ারম্যান হয়ে গড়েছেন সম্পদের পাহাড়
বগুড়ায় তুচ্ছ ঘটনার জেরে মুরগির খামারিকে ড্রেনে চুবিয়ে হত্যা
কুষ্টিয়ায় খাবার হোটেল ব্যবসার আড়ালে দেহ ব্যবসা, আটক ৪
কুষ্টিয়া ইবি থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা -বিত্তিপাড়া খাবার হোটেলের আড়ালে মধ্যবয়সী নারীদের দিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল ০৬ ই জুন ২০২৩ ইং তারিখে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক সংলগ্ন শ্যাকম এর হোটেলে অভিযান চালিয়ে হাতেনাতে থানা-ইবি, জেলা-কুষ্টিয়া এবং এসআই (নিঃ) গৌতম কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় পেনাল কোড ২৯০ ধারার ০৪ জন আসামী ০১/শেখম মন্ডল (৪৫) পিতা মোঃ নিয়াত আলী মন্ডল সাং- গজনবীপুর ২।মুরাদ আলী (৩৭) পিতা মোঃ আঃ রাজ্জাক সাং-মৃত্তিকাপাড়া উভয় থানা-ইবি জেলা-কুষ্টিয়া ৩/মোছাঃ শাপলা ওরফে অপু (২৮) পিতা এনামুল হক সাং-নওদাপাড়া থানা-ভেড়ামারা জেলা-কুষ্টিয়া ৪/মোছাঃ রুমানা খাতুন (৩৫) পিতা-নজীব ফরাজী সাং-চিতলে পাড়া থানা-হরিনাকুন্ডু জেলা ঝিনাইদ সহ হোটেল মালিক শ্যাকমকে আটক করেছে ইবি থানা পুলিশ। অভিযুক্ত হোটেল ব্যবসায়ী শ্যাকম (৪৫) বিভিন্ন স্থান থেকে মধ্যবয়সী নারীদের এনে খাবার হোটেল ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছেন এই দেহ ব্যবসা।
১১ মাইল থেকে শুরু করে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কোলঘেঁষে প্রায় অর্ধশত খাবার হোটেল গড়ে উঠেছে। যার মধ্যে প্রায় ৬/৭ টি হোটেল ইতিমধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কিছু হোটেল বেশ চাকচিক্য ভাবে নির্মিত হয়েছে যা কাস্টমারদের নজরে আসতে সুবিধা হচ্ছে।
গত তিন মাস পূর্বেও বিত্তিপাড়া তেল পাম্পের সামনে ও তেল পাম্পের সাথে দুই হোটেলে অবৈধ দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। তবে মাস না পেরোতেই তারা জেল থেকে বের হয়ে ওই একই ব্যবসায় লিপ্ত হয় বলে জানা যায়। এসব ঘটনা অনেকেই জানার পরও মান সম্মানের ভয়ে মুখ খুলছেন না। অপরদিকে এই নারী ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সের যুবকরা প্রতিনিয়ত হচ্ছেন বিপদগামী। ফলে যুবকদের অভিভাবকরা রীতিমতো তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এমন অপকর্মের প্রতিকার চান স্থানীয়রা।
এ ব্যাপারে ইবি থানার অফিসার আননূর যায়েদ দৈনিক গণঅধিকার নিউজকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৪ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।