কুষ্টিয়া পৌরসভা কার্যালয়কে তছনছ করতে গভীর ষড়যন্ত্র চলছে – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া পৌরসভা কার্যালয়কে তছনছ করতে গভীর ষড়যন্ত্র চলছে

বললেন মেয়র আনোয়ার আলী

দেওয়ান মনতাজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫১
কুষ্টিয়া পৌরসভায় গত বৃহস্পতিবার প্রকাশ্যে পুলিশের সামনে থেকে দরপত্র ছিনিয়ে নেওয়ার মাত্র এক দিন পরই মেয়র আনোয়ার আলীর কার্যালয়ে হানা দিয়ে সবকিছু তছনছ করেছে দুর্বৃত্তরা। দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে কার্যালয়ে হানা দেওয়ার কোনো যোগসূত্র আছে কি না, সেটা পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছেন মেয়র আনোয়ার আলী। এ ছাড়া কার্যালয় তছনছের ঘটনাটিকে ‘গভীর যড়যন্ত্র’ উল্লেখ করে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র। আজ রোববার বেলা একটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তাঁর পাশে পৌরসভার একাধিক কাউন্সিলর ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ বলছে, গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় মেয়রের কার্যালয়ে হানা দিয়ে তছনছ করে দুর্বৃত্তরা। মেয়রের কার্যালয়ে হানা দিয়ে জিনিসপত্র তছনছ করেছে। মেয়রের কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষণের দুটি ডিডিআর যন্ত্র ও একটি ক্যামেরা চুরি গেছে। এ ছাড়া কার্যালয়সহ তিনটি কক্ষের একাধিক আলমারি ভাঙা ও একটি সিন্দুক খোলা অবস্থায় পাওয়া গেছে। বেশ কিছু ফাইল ও কাগজপত্র তছনছ করা হয়েছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন পৌর মেয়র আনোয়ার আলী। দুই ঘণ্টা পর বেলা একটায় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। তাঁর ভাষ্যমতে, ১৫২ বছরের ইতিহাসে এবার প্রথম পৌর কার্যালয়ে এমন ঘটনা ঘটল। আর্থিক ক্ষতি না হলেও পৌরসভার ভাবমূর্তি নষ্ট হয়েছে। ব্যক্তিগতভাবে তাঁকে (মেয়র) হেয় করতে এ ঘটনা ঘটতে পারে। যদি শনাক্ত না করা যায়, তাহলে ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। মেয়র ঘটনাটিকে গভীর যড়যন্ত্রের অংশ দাবি করে বলেন, হয়তো বড় মাথার বুদ্ধিতে এ ধরনের কাজ হয়েছে। জনগণের অফিসে এ ধরনের কাজ অত্যন্ত গর্হিত। তারা কাজটি ভালো করেনি। এ জন্য তাদের মূল্য দেওয়া লাগবে। বিবেকের তাড়নায় তাদের ভুগতে হবে এক দিন। কারও নাম না উল্লেখ করে আনোয়ার আলী বলেন, আজ হোক বা কাল, তাদের মূল্য দেওয়াই লাগবে। এক প্রশ্নের জবাবে মেয়র আনোয়ার আলী বলেন, ‘আমাকে সরাতেই পরিকল্পনা করে এটি ঘটানো হয়েছে। তবে এভাবে সরানো সম্ভব নয়। সরাতে হলে আমাকে পাগল বা দুর্নীতিপরায়ণ প্রমাণ করতে হবে। আমি এখনো পাগল হইনি এবং কোনো দুর্নীতিও করিনি।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনাটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই