
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকাশক্তি: কৃষিমন্ত্রী

কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এই খাতে অভূর্তপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
সোমবার বগুড়া অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীনতার পরই তিনি দেশের কৃষিখাতের উন্নয়নে নানামুখি পরিকল্পনা করেন। বর্তমানে তাঁরই সুযোগ্যকন্যা সেই পথ অনুসরণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। সভায় কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, শাজাহানপুর-গাবতলী আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, কাহাল-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন, কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তারা অংশ নেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।