কেনিয়ায় পার্লামেন্টের ভেতর পুলিশের গুলিতে নিহত ১০ – দৈনিক গণঅধিকার

কেনিয়ায় পার্লামেন্টের ভেতর পুলিশের গুলিতে নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১১:০২
কেনিয়াযর পার্লামেন্টে একটি বিতর্কিত কর সংক্রান্ত বিল পাশ হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৩টায় বিক্ষুব্ধ জনতা দেশটির পার্লামেন্টের ভেতরে ঢুকে ভাংচুর চালায়। এমনকি পার্লান্টের একাংশে আগুনও দেন তারা। তাদের দমনে পার্লামেন্টের ভেতরেই কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ব্যথ হলে গুলিও ছুড়ে তারা। এতে করে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। খবর মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের। প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা জানিয়েছেন, রাজধানী নাইরোবিতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা পার্লামেন্টের কম্পাউন্ডে প্রবেশ করলে গুলি চালায় পুলিশ। নতুন কর বিলের বিরুদ্ধে রাজনীতিবিদদের ভোট দেওয়ার দাবিতে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। পার্লামেন্টের ভেতরকার একটি ফুটেজে দেখা গেছে, টেবিল ও চেয়ারগুলো ওলটপালট হয়ে আছে। এর মধ্যে অনেকগুলো ভাঙা অবস্থা পড়ে রয়েছে। পার্লামেন্টের বাইরে ফুটেজে আগুন, কাঁদানে গ্যাসের ধোঁয়া এবং কয়েক ডজন সশস্ত্র পুলিশকে দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে লাইভে সাক্ষাৎকার দিচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন আউমা ওবামা। এসময় কেনিয়ান-ব্রিটিশ এই অ্যাক্টিভিস্টের ওপরও কাঁদানে গ্যাস ছোড়া হয়। কেনিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভ দমনে জলকামান ব্যবহার করেছিল পুলিশ। পূর্ব আফ্রিকার এই দেশটিতে জীবনযাত্রার ব্যয় ক্রমবর্ধমানভাবে বাড়ছে। এ নিয়ে কেনিয়াবাসীদের মধ্যে জনরোষ দেখা দিয়েছে। পরে অবশ্য রুটির উপর ট্যাক্স বসানোর একটি প্রস্তাব বাদ দেওয়া হয়। নতুন এই কর প্রস্তাব নিয়ে আলোচনার তৃতীয় এবং চূড়ান্ত রাউন্ড ছিল আজ। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বিলটিতে এখন স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। তবে এটি নিয়ে প্রেসিডেন্টের কোনও আপত্তি থাকলে তিনি তা সংসদে ফেরত পাঠাতে পারবেন। বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালানোর একটি ভিডিও শেয়ার করেছে কেনিয়ার মানবাধিকার কমিশন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা