
নিউজ ডেক্স
আরও খবর

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা

দৌলতদিয়ার ‘নীলা’ হয়ে ওঠার গল্প…
কোটি ভিউতে ফারহানের ১০৪টি নাটক!

এ সময়ের অভিনেতা হিসেবে দর্শকের বিশেষ ভালোবাসা অর্জন করে নিয়েছেন মুশফিক আর ফারহান। ফলে সারা বছরই তাকে ব্যস্ততায় ডুবে থাকতে হয়। গেলো কয়েক বছরে বিভিন্ন নাটকে ব্যতিক্রম সব চরিত্রে কাজ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। পাশাপাশি অন্তর্জালের ভিউতে নিজেকেই বারবার ছাড়িয়ে গেছেন।
এবার জানা গেলো, ফারহান অভিনীত শতাধিক নাটকের ভিউ এক কোটি ছাড়িয়েছে। অর্থাৎ কোটি ভিউতে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যা অভিনেতা হিসেবে তার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।
ফারহান জানান, তার ১০৪টি নাটকের ভিউ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই কৃতিত্ব আমার নয়, দর্শক এবং প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না। এর জন্য আমার সকল ভক্ত-দর্শকের প্রতি মন থেকে ভালোবাসা জানাই। ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের।’
ভিউ নাটকের মানদণ্ড না, এটা মুশফিক ফারহান নিজেও বিশ্বাস করেন। তার ভাষ্য, ‘ভিউ বেশি হলে একটা ভালো লাগা কাজ করে। তবে ভিউ হলেই নাটক ভালো, এমনটা বলছি না। আমি ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি ভালো কাজ উপহার দেওয়ার। আর সেই কাজ যখন দর্শক গ্রহণ করে, তখন তৃপ্তি অনুভব করি। কারণ দিনশেষে আমরা তাদের জন্যই কাজ করি।’
ফারহান অভিনীত কোটি ভিউ পার করা নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘ভুলো না আমায়’, ‘পারবো না ভুলতে তোকে’, ‘মাই ডিয়ার লিডার’, ‘শুধু তোমার জন্য’, ‘আমার হয়ে থেকো’, ‘একবার বলো ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ওয়েডিং ক্রাশ’, ‘সুইট প্রবলেম’, ‘লাফাঙ্গা’, ‘কলিজার আধখান’, ‘তুই আমারই’, ‘নিউলি ম্যারিড’ ইত্যাদি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।