কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে হারালো বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে হারালো বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ২:৫৫
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অনুমিতভাবে পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে স্বাগতিকরা ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে। এ জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে গ্রুপ-এ থেকে শেষ চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিজয়ী দল প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নিয়েছেন। শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ দল। সেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বৃহস্পতিবার শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদুজ্জামান, আল-আমিন, রাজিব ও ইয়াসিনরা। তাতে ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশ প্রথম অল আউট কিংবা লোনা তুলে নেয়। এ সময় স্বাগতিকরা ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখাও মেলে। লাল-সবুজ দল এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে। এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। প্রথমার্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই (২১ মিনিট) বাংলাদেশ চতুর্থ লোনা তুলে নেয়। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায় আব্দুল জলিল শিষ্যরা। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১-২১ পয়েন্টে এগিয়েও যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে আসে ষষ্ঠ লোনা। এ সময় দল এগিয়ে ছিল ৬১-২৪ পয়েন্টে। ৩৯ মিনিটে বাংলাদেশ পায় সপ্তম লোনা। এ সময় ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা ছিল প্রাথমিক লক্ষ্য। পোল্যান্ডের বিপক্ষে বড় জয় দলকে আরও আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশা করি, টানা চার ম্যাচের মতো নেপালের বিপক্ষেও আমরা জিততে পারবো।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার