ক্যানসারের টিউমার অপসারণে বিশ্ব রেকর্ড রুশ চিকিৎসকদের – দৈনিক গণঅধিকার

ক্যানসারের টিউমার অপসারণে বিশ্ব রেকর্ড রুশ চিকিৎসকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ৫:০৯
ক্যানসারের টিউমার অপসারণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন রাশিয়ার চিকিৎসকরা। মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গের একটি ক্যানসার হাসপাতালের সার্জন দল এক রোগীর ফুসফুস থেকে ১৭০টি মেটাস্টাসিস অপসারণ করেছেন। ক্লিনিকের প্রেস সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার মস্কোর অন্যতম ক্যানসার হাসপাতাল এন এন পেত্রোভ ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অঙ্কোলজি হাসাতালের ওই চিকিৎসকরা ৩৭ বছর বয়সি এক রোগীর ফুসফুস থেকে ৬টি সার্জারির মাধ্যমে এই মেটাস্টাসিসগুলো অপসারণ করেন। এই সার্জারিতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বের ক্যানসার চিকিৎসার ইতিহাসে এর আগে একজন রোগীর দেহ থেকে এত পরিমাণ মেটাস্টাসিস অপসারণ করার ঘটনা ঘটেনি। মেটাস্টাসিস হলো ক্যানসার কোষের পরিপক্ব পর্যায়। দেহের কোনো অংশে ক্যানসার প্রভাবযুক্ত টিউমার হলে একপর্যায়ে সেই টিউমার থেকে পরিপক্ব ক্যানসার কোষগুলো রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। ক্যানসার কোষগুলো ধীরে ধীরে সুস্থ কোষগুলোকেও আক্রান্ত করে ফেলে। এন এন পেত্রোভ ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অঙ্কোলজি রাশিয়ার সবচেয়ে বড় ও আধুনিক ক্যানসার চিকিৎসা কেন্দ্রগুলোর মধ্যে একটি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই রোগীর দেহে ২০২০ সালে হাড়ের বিশেষ ক্যানসার ওস্টেওসারকোমা শনাক্ত হয়। এরপর মস্কো ও জার্মানিতে বেশ কয়েক দফায় কেমোথেরাপি নিয়ে শরীরে ক্যানসারের ছড়িয়ে পড়া প্রাথমিকভাবে আটকে দিতে পারলেও পুরোপুরি বিপদমুক্ত হতে পারছিলেন না তিনি। কারণ, ক্যানসার ছড়িয়ে পড়ার পথ সংকোচনের পাশাপাশি দেহের ভেতর থেকে ক্যানসার কোষগুলো বের করারও প্রয়োজন ছিল তার। এজন্য প্রথমে জার্মানিতেও সার্জারি করেছিলেন তিনি। কিন্তু ওই সার্জারিতে মাত্র ১০ থেকে ১৫টি মেটাস্টাসিস অপসারণ করেতে পেরেছিলেন জার্মান সার্জনরা। উল্লেখ, জার্মানির প্রটোকল অনুসারে, চিকিৎসকরা একক অস্ত্রোপচারের সময় ১০ থেকে ১৫টির বেশি মেটাস্টেস অপসারণ করবেন না। এন এন পেত্রোভ ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অঙ্কোলজি হাসপাতালের বক্ষ ক্যানসার বিভাগের প্রধান ইয়েভগেনি লেভশেঙ্কো আরটিকে বলেছেন, টিউমার অপারেশনের তুলনায় মেটাস্টাসিস অনেক বেশি কঠিন ও সময়সাপেক্ষ সার্জারি। এই অপারেশনের ধকল কাটিয়ে উঠতেও রোগীর বেশ সময় লাগে। এ কারণে অধিকাংশ চিকিৎসক রোগীর দেহ থেকে ৩০ থেকে ৪০টি মেটাস্টাসিস অপসারণ করেই সার্জারি শেষ করেন। লেভশেঙ্কো আরও বলেছেন, আমরা মঙ্গলবার যে অপারেশন করেছি তার বয়স কম ছিল এবং তার শারীরিক অবস্থা দেখেও আমাদের মনে হয়েছিল যে তিনি সার্জারির ধকল সহ্য করতে পারবেন। এ কারণেই আমরা এই সাহস করেছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন