নিউজ ডেক্স
আরও খবর
যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস
পুলিশে বড় রদবদল
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি
গঙ্গাসাগরে বিরতিহীন ট্রেন থামিয়ে নামলেন অতিরিক্ত সচিব
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেল স্টেশনে বিরতিহীন আন্তঃনগর মহানগর ট্রেন দাঁড় করিয়ে নেমেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন। শনিবারের এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এদিন সকালে অতিরিক্ত সচিব ইয়াছিন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক মো. সুবক্তগীনসহ অন্তত ১৫ কর্মকর্তা ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। এ সময় তাদের সেখানে নেমে গ্যাংকার কিংবা সড়কপথে গঙ্গাসাগর রেল স্টেশনে যাওয়ার কথা ছিল। আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন। কিন্তু আখাউড়ায় যাত্রাবিরতিতে নামার কথা থাকলেও দলটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি বা ট্রেন দাঁড় করিয়ে নামেন।
জানা গেছে, পরে ট্রেনটি অন্তত ২০ মিনিট দেরিতে গঙ্গাসাগর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত সচিব কিছুতেই এভাবে কোনো বিরতিহীন ট্রেনের যাত্রাবিরতি দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
এ বিষয়ে মো. ইয়াছিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, কোনো কথা জানার থাকলে ট্রেন পরিচালকদের সঙ্গে কথা বলুন। এর বেশি বলতে তিনি রাজি হননি। বিষয়টি জানতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।