গঙ্গাসাগরে বিরতিহীন ট্রেন থামিয়ে নামলেন অতিরিক্ত সচিব – দৈনিক গণঅধিকার

গঙ্গাসাগরে বিরতিহীন ট্রেন থামিয়ে নামলেন অতিরিক্ত সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেল স্টেশনে বিরতিহীন আন্তঃনগর মহানগর ট্রেন দাঁড় করিয়ে নেমেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন। শনিবারের এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এদিন সকালে অতিরিক্ত সচিব ইয়াছিন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক মো. সুবক্তগীনসহ অন্তত ১৫ কর্মকর্তা ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। এ সময় তাদের সেখানে নেমে গ্যাংকার কিংবা সড়কপথে গঙ্গাসাগর রেল স্টেশনে যাওয়ার কথা ছিল। আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন। কিন্তু আখাউড়ায় যাত্রাবিরতিতে নামার কথা থাকলেও দলটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি বা ট্রেন দাঁড় করিয়ে নামেন। জানা গেছে, পরে ট্রেনটি অন্তত ২০ মিনিট দেরিতে গঙ্গাসাগর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত সচিব কিছুতেই এভাবে কোনো বিরতিহীন ট্রেনের যাত্রাবিরতি দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এ বিষয়ে মো. ইয়াছিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, কোনো কথা জানার থাকলে ট্রেন পরিচালকদের সঙ্গে কথা বলুন। এর বেশি বলতে তিনি রাজি হননি। বিষয়টি জানতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি