নিউজ ডেক্স
আরও খবর
দুঃসময়ে লিটনের পাশে থিসারা পেরেরা
কোহলির নট আউট বিতর্ক নিয়ে আইসিসি
লাল কার্ডের ম্যাচে ফের্নান্দেজের জোড়া গোলে কিংসের কাছে বিধ্বস্ত পুলিশ
লিটনকে আউট করে তাসকিনের আনন্দ
শামীমের ঝড়ো ব্যাটিংয়েও রক্ষা হলোনা চিটাগাং কিংসের
বিনিয়োগ করতে হবে ক্রিকেটে, কনসার্ট বা অন্য কিছুতে না: তামিম
সাড়ে তিন লাখ টাকা প্রাইজমানির টেনিসে অংশ নিচ্ছেন ২১০ খেলোয়াড়
গরমে অতিষ্ঠ ক্রিকেটাররা, ঢাকা লিগের সূচিতে চান পরিবর্তন
কাটফাটা রোদে জনজীবন ওষ্ঠাগত। প্রচণ্ড গরমে যেখানে মানুষ হাফফাস খাচ্ছে তখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ।
গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্রিকেটাররা। যে কারণে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
রোববার বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় আবাহনী। এদিন প্রচণ্ড গরমে খেলা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, এই গরমে খেলাধুলা করা খুবই কঠিন। কোনো সন্দেহ নেই যে খুব কঠিন। ক্রিকেটার ও ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের ধন্যবাদ।
সুজন আরও বলেন, ক্রিকেটাররা আজকে বারবার অভিযোগ করছিল যে অনেক গরম মাঠের ভেতর; কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এ গরমেই খেলতে হয় সব সময়। প্রতি বছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়। এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে, আমি বিপিএলের আগেও এগিয়ে রাখি এটাকে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট।
তিনি আরও বলেন, ঢাকা লিগের খেলা টিভিতে দেখায় না ঠিক আছে; কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আরেকটু আগে এটা শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি, তাহলে ভালো হয়। রমজান চলছে, অনেকে রোজা রাখতে পারছে না, অনেকে রোজা রেখে খেলছে। দিন শেষে সবাই পেশাদার হিসেবে মেনে নিচ্ছে, কিন্তু আমি মনে করি এ গরমটা খুব কঠিন।
ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের দৃষ্টি আকর্ষণ করে খালেদ মাহমুদ সুজন বলেন, সপ্তাহে আপনি ৩টা ম্যাচ খেলছেন, এটা কিন্তু সহজ নয়। আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি কোনোভাবে আমরা ক্যালেন্ডারে অন্য কোনো ফাঁকে খেলাতে পারি, তাহলে ভালো হতো।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।