নিউজ ডেক্স
আরও খবর
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়!
ইরান দূতাবাসের ঢাকায় ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এই দেশে আর কোনো মাইনরিটি-মেজরিটির কথা শুনতে চাই না
মেয়াদ বাড়লো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের
কম্বল কিনতে ৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে ত্রাণ মন্ত্রণালয়
মোংলা বন্দরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে: নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা ওয়াসায় পাস ব্যাতীত প্রবেশ নিষেধ
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৪ তলা ভবন ধসে আগুন, আহত ৫
চট্টগ্রামের বক্সিরহাট ওয়ার্ডের রাজাখালী এলাকায় জনতা কোল স্টোরেজ নামে একটি ৪তলা ভবনের নীচ তলায় এম্যুনিয়া গ্যাস বিস্ফোরণের ভবনের নীচের অংশ ধসে পড়েছে। বিস্ফোরণের পর পরই ওই ভবনে আগুন লেগে যায়।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের শুটকি প্রক্রিয়াজাতকরণের কোল স্টোরেজের চারতলা ভবনের নীচ তলা অনেকাংশ ধ্বসে পড়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ভোর পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চালায়।
আহতরা হলেন-মো:- তারেক (২৮), নুর হোসেন, মো:- মান্নান (৩৪) ও রবিন (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি,২৬,২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, বাকলিয়ায় আগুনে বিস্ফোরণের ঘটনায় আহত চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় একটি হিমাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে হিমাগারের গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে চারদিকে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনায় ৪জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.আব্দুল হালিম জানায়, বিস্ফোরণ থেকে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ কওে আগুন নিয়ন্ত্রণ করেছে। কয়েকজন আহত ব্যাক্তিকে আমরা উদ্ধার করেছি। ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
আগুনের কারণে ভবনের চারপাশের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ছে জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।