
নিউজ ডেক্স
আরও খবর

৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা

আমেরিকা দখল কেন অসম্ভব?

ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া

ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮

ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রসঙ্গে ভারত
চলতি মৌসুমে সৌদি আরবে সাড়ে পাঁচশো হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে এবারের পবিত্র হজ মৌসুমে অন্তত ৫৫০ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মিসরের হজযাত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি।
মঙ্গলবার (১৮ জুন) সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানিয়েছেন, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তাদের অনেকেই মারা গেছেন। অন্তত দুজন আরব কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মিসরের অন্তত ৩২৩ জন রয়েছেন। অধিকাংশই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে মারা গেছেন।
একজন কূটনীতিক জানান, মিসরের যে হজযাত্রীরা মারা গেছেন, তাদের প্রায় সবাই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়েছিলেন। একজন সামান্য ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, মারা যাওয়া হজযাত্রীর মোট সংখ্যা মক্কার পার্শ্ববর্তী আল-মুয়াইসেম এলাকার মর্গ থেকে সংগ্রহ করা হয়েছে। কূটনীতিকেরা আরও বলেন, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে জর্ডানের অন্তত ৬০ জন নাগরিক রয়েছেন।
গত মঙ্গলবার জর্ডান জানিয়েছিল, এবারের হজে তাদের ৪১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো তথ্য সমন্বয় করে এএফপি জানিয়েছে, এবারের পবিত্র হজে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে।
এবারের হজের সময় সৌদি আরবে বেশ গরম পড়েছে। গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। গত বছর পবিত্র হজ মৌসুমে সৌদি আরবে অন্তত ২৪০ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে বেশির ভাগই ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।