নিউজ ডেক্স
আরও খবর
বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা
গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব
হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল
পিতাপুত্রের টাকা পাচার
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ
ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে
ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম
জোয়ারের পানিতে পটুয়াখালী শহর প্লাবিত
দূর্যোগপূর্ন আবহাওয়ার পাশাপাশি উচ্চ জোয়ারের পানিতে পটুয়াখালী পৌর শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে জোয়ারের পানি শহরে মহিলা কলেজ,জুবিলী স্কুল সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক,পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পিটিআই সড়ক সহ শহরে অনেক নিন্ম এলাকা প্লাবিত হয়। এসব সড়কে এক থেকে দেড় ফিট পর্যন্ত পানি উঠতে দেখা গেছে।
এদিকে জেলা শহরের পাশাপাশি জেলার বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চল ও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
দূর্যোগপূর্ন আবহাওয়া কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো বতাস অব্যাহত রয়েছে।
বুধবার সকাল থেকে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারনে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মজীবী ও শ্রমজীবী মানুষদেরও ভোগান্তিতে পরতে হচ্ছে।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, জোয়ারের পানি যাতে শহরে প্রবেশ করতে না পারে সে কারণে শহরের বিভিন্ন খালের মুখ নির্মান করা স্লুইস গেট গুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও অনেক এলাকায় পানি উঠেছে, তবে নদীতে ভাটার সাথে সাথে পানি যাতে নেমে যেতে পারে সে জন্য স্লুইস গেট গুলো খুলে রাখা হবে। সার্বিক পরিস্থিতি আমরা মনিটরিং করছি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।