টানা পঞ্চম দিনে ফরিদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ – দৈনিক গণঅধিকার

টানা পঞ্চম দিনে ফরিদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩ | ১০:২৯
টানা পাঁচ দিনের মতো ফরিদপুরে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ। ফরিদপুর সদর উপজেলাজুড়ে হা-মীম গ্রুপের সৌজন্যে অভাবগ্রস্ত মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ। আজ বুধবার দুপুরে স্থানীয় ঈশানগোপালপুর ইউনিয়নের লক্ষ্মী দাসের হাটে সাড়ে সাতশ অসহায় মানুষের হাতে উপহার তুলে দেওয়া হয়। ঈদের আগে রোজার মাসে চাল, ডাল, তেল, সেমাই ও চিনির বিশেষ এই প্যাকেটটি উপহার পেয়ে ভীষণ খুশি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বিপুল ঘোষ। সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ ও সাদিকুজ্জামান মিলন পাল, সহ-সভাপতি ফারুক হোসেন ও মাইনুদ্দিন আহম্মেদ মানু, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম নিরু, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ তাঁর বক্তব্যে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে, যার প্রভাব উন্নত বিশ্বেও পড়েছে। এর মধ্যেও বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রা অব্যহত রাখতে পেরেছে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।’ শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখার আহবান জানিয়ে এই সিনিয়র নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়েও যারা নোংরা রাজনীতি করে, তারা প্রকারান্তরে প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাধাগ্রস্ত করে। দলের ভেতরে থেকে যারা এসব করছেন, তারা যদি সংশোধন না হন তাহলে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’ এ কে আজাদ বলেন, ‘এই সামান্য উপহার আপনাদের মুখে সাময়িক হাসি ফোটাবে, সে হাসিকে দীর্ঘস্থায়ী করতে হলে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা-দীক্ষায় ও কর্ম দক্ষতায় পারদর্শী করে গড়ে তুলতে হবে।’ তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ফরিদপুর অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সবধরনের সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিয়েছেন, এখন তাঁর নির্দেশে আমরা ফরিদপুরে কল-কারখানা গড়ে তোলার কাজে হাত দিয়েছি, যেখানে অনেক বেকার শ্রমিক কাজ পাবেন।’ ৯ দিন ব্যাপী এই বিতরণ কর্মসূচির আওতায় ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭টি ওয়ার্ডের মোট ১০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই নোয়াখালী-কুমিল্লা-ফেনীতে ভারী বৃষ্টি থাকতে পারে আরও ৪৮ ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রংপুর কারাগারে বন্দিদের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার নিয়ন্ত্রণে আসেনি জামালপুর জেলা কারাগার, রাতেও থেকে থেমে চলছে গুলি গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ২ কর্মী নিহত