ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ল – দৈনিক গণঅধিকার

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ১২:৩৩ 56 ভিউ
ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য উদ্যোক্তাদের আবেদন করার আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়ের মধ্যে উদ্যোক্তারা ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য অনলাইনে কেন্দ্রীয় ব্যাংককে আবেদন করতে পারবেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী অনেক উদ্যোক্তার পক্ষেই আবেদন করা সম্ভব হচ্ছে না বলে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়। একই সঙ্গে তারা এর আবেদনের সময় বাড়ানোর অনুরোধ করে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক আরও দুই সপ্তাহ সময় বাড়িয়েছে। সূত্র জানায়, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য এখনও কোন উদ্যোক্তা আবেদন জমা দিতে পারেননি। তবে তাঁরা এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির আবেদনের লক্ষ্যে সব আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিল সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আবেদনের অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। গত ১৫ জুন কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের কোনো শাখা, উপশাখা, এটিএম বুথ বা কোনো স্থাপনা থাকবে না। কেবল একটি প্রধান কার্যালয় থাকবে। মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়া হবে। এটি স্থাপনে উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন লাগবে ১২৫ কোটি টাকা, আর ব্যাংকের পরিচালক হতে লাগবে কমপক্ষে ৫০ লাখ টাকা। ডিজিটাল ব্যাংক কোনো এলসি খুলতে পারবে না। তারা বড় ও মাঝারি শিল্পেও কোনো ঋণ দিতে পারবে না। তবে ছোট ঋণ দিতে পারবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ার স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠান CEL এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ভূ-রাজনীতির ফাঁদে বাংলাদেশ শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির! ইসরাইলের অভিযান নিয়ে যা বললেন পুতিন বেরিয়ে আসছে ব্যাটারদের হতশ্রী চেহারা নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হার উন্নয়নের কারণে আমরা উন্নত জীবন যাপন করতে পারছি: শিক্ষামন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ চার অগ্রাধিকার নীতি ঘোষণা চালকের কিস্তি আর সংসারের চাকা ঘুরাল ‘টিম পজিটিভ বাংলাদেশ’ রাজনৈতিক প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হয় না: ফখরুল পিটার হাসের বক্তব্যের প্রতিবাদে যা বললেন সাংবাদিকনেতারা ‘কোনো চুক্তিতে দেশে ফিরছেন না নওয়াজ শরিফ’ পদার্থে নোবেল পেলেন ৩ জন ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম সেপ্টেম্বরে সারা দেশে ১৫৭৭ অগ্নিকাণ্ড, ১১ প্রাণহানি ৩ মেয়েকে হত্যার পর নিখোঁজের নাটক মা-বাবার! এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম ডেঙ্গুতে সহস্রাধিক মৃত্যু শক সিনড্রোমের রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে