নিউজ ডেক্স
আরও খবর
বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা
গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব
হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল
পিতাপুত্রের টাকা পাচার
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ
ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে
ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম
ঢাকায় সংসদীয় আসনে শোডাউনের প্রস্তুতি
বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করে শান্তি বজায় রাখতে এবার মহানগরের থানায় থানায় নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকায় দুই অংশে মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে ১১ সংসদীয় আসনে শান্তি সমাবেশ ও মিছিল কর্মসূচির মধ্য দিয়ে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এছাড়া সারা দেশের অন্য মহানগরগুলোর থানায় থানায় নানা কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীনরা। এসব কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে নগর ও কেন্দ্রীয় নেতারাও যোগ দেবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন। এই ধরনের কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলবে। তবে এগুলো তাদের পালটাপালটি কর্মসূচি নয় বলেও দাবি নেতাদের।
দেশের প্রতিটি মহানগরের থানায় থানায় আগামীকাল পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ, ৩০ ডিসেম্বর গণমিছিল এবং ১৬ জানুয়ারি সমাবেশ মিছিল কর্মসূচি পালন করে দলটি। এরপর জেলা, মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচির দিনও নানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে ঢাকায় আওয়ামী লীগ বিএনপিকে সেভাবে মুখোমুখি হতে দেখা যায়নি। বিএনপির কর্মসূচিস্থল থেকে দূরে এসব কর্মসূচি পালন করছে ক্ষমতাসীনরা।
জানতে চাইলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ৪ মার্চ রাজশাহী মহানগরের প্রতিটি থানায় আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আমরা মাঠে থাকব। যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে।
একই বিষয়ে আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আমরা নানা কর্মসূচি নিয়ে মাঠে আছি এবং থাকব। আমরা আমাদের উন্নয়ন-অর্জন নিয়ে জনগণের কাছে যাব। পাশাপাশি কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়েও আমাদের দলের নেতাকর্মীরা সতর্ক আছে এবং থাকবে। আগামীকাল মহানগরের থানায় থানায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় এই সাংগঠনিক সম্পাদক।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি থানায় শান্তি সমাবেশ করবে। সমাবেশে নগর আওয়ামী লীগ নেতারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ঢকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন সাতটি সংসদীয় আসনে সাতটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা-৪ সংসদীয় আসনে শ্যামপুর-কদমতলী থানার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এতে উপস্থিত থাকবেন।
ঢাকা-৫ সংসদীয় আসনের যাত্রাবাড়ী ডেমরায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন এতে উপস্থিত থাকবেন। ঢাকা-৬ সংসদীয় আসনের ওয়ারী, গেণ্ডারিয়া, সূত্রাপুরে উপস্থিত থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। ঢাকা-৭ এর লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশালে উপস্থিত থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
ঢাকা-৮ আসনের মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুরে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ও কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন। ঢাকা-৯ এর মুগদা, সবুজবাগ, খিলগাঁওয়ে থাকবেন আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। এবং ঢাকা-১০ সংসদীয় আসনের কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ধানমণ্ডির শান্তি সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস উপস্থিত থাকবেন।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, সংসদীয় আসনগুলোতে আমাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই সমাবেশে যোগ দেবেন। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের সতর্ক থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ বিশৃঙ্খলা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি জানান, আগামীকাল বিকাল তিনটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ৪টি স্থানে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। উত্তরে যে চারটি স্থানে সমাবেশ হবে সেগুলো হলো-মিরপুর-১ নম্বর গোলচক্কর বাসস্ট্যান্ডের খলিল ভবনের সামনে, মোহাম্মপুরের টাউন হলের সামনে, উত্তরা আমিন কমপ্লেক্সের সামনে এবং মধ্যবাড্ডা ইউলুপের সামনে।
জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ঢাকা উত্তরের চারটি সংসদীয় আসন-ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৮ এবং ঢাকা-১৯ এর চারটি স্থানে আমাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের প্রতিটি থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেবেন। তিনি আরও বলেন, আমরা কারও কর্মসূচিতে বাধা দেব না। আমরা শান্তি বজায় রাখার জন্য আমাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকব।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।