ত্রিশালে শুরু হলো জাতীয় কবির জন্মজয়ন্তী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে জাতীয় কবি নজরুল ইসলামের অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করেছেন।’
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শরীফ আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, নিলুফার আনজুম পপি এমপি, এবিএম আনিসুজ্জামান এমপিসহ রাজনীতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে ত্রিশালের নজরুল স্কুল মাঠে বসেছে নজরুল মেলা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।