দাম বাড়ছে আলু-পেঁয়াজ-রসুনের, কমেছে ব্রয়লার মুরগির – দৈনিক গণঅধিকার

দাম বাড়ছে আলু-পেঁয়াজ-রসুনের, কমেছে ব্রয়লার মুরগির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ৪:৪৩
কোরবানির ঈদের বাকি আর মাত্র ২ সপ্তাহ। ঈদকে কেন্দ্র করে এখন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ওঠা-নামা করছে। রোজার ঈদের আগে থেকেই সব ধরনের মুরগির মাংসের দাম ঊর্ধ্বমুখী৷ এই সময়ের মধ্যে হাতেগোনা দুই-একবার ছাড়া ব্রয়লার মুরগির দাম নামেনি দুইশো টাকার নিচে। তবে আজ ব্রয়লার মুরগির দাম দুই শ’র নিচে। একইসাথে কমেছে কক মুরগি ও লেয়ার মুরগির দামও। বিক্রেতারা বলছেন, কোরবানি ঈদ আসছে বলেই এখন মুরগির দাম কমেছে। অন্যদিকে আসন্ন ঈদকে কেন্দ্র করে মুরগির মাংসের দাম কমলেও বেড়ে চলেছে আলু, পেঁয়াজ, রসুনের মতো পণ্যের দাম। কোরবানির ঈদে এসব পণ্যের চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বিক্রেতারা। শুক্রবার (৩১ মে) রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচা বাজার সরেজমিন ঘুরে দেখা যায় বাজারের এরূপ চিত্র। বাজারে কয়েকটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে আবার কমেছেও কয়েকটির। তবে বেশিরভাগ সবজির দাম রয়েছে অপরিবর্তিত। আজকের বাজারে টমেটো ১০০ টাকা, দেশি গাজর ৯০টাকা, চায়না গাজর ১৪০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা, করল্লা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৫০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০-১২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, সজনে ১২০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৫০-৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। এদিকে সবজির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে আলু, পেঁয়াজ, রসুনের দাম। আজকের বাজারে মানভেদে ক্রস জাতের পেঁয়াজ ৮০ টাকা, দেশি পেঁয়াজ ৮৫ টাকা, লাল আলু ৫৫ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা, নতুন দেশি রসুন ২২০ টাকা, চায়না রসুন ২২০-২৩০ টাকা, চায়না আদা ২৬০ টাকা, ভারতীয় আদা ২৬০ দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় সপ্তাহের ব্যবধানেই ক্রস জাতের পেঁয়াজের দাম ১০ টাকা, দেশি পেঁয়াজের দাম ৫ টাকা, সাদা আলুর দাম ৫ টাকা, দেশি রসুনের দাম ২০ টাকা এবং চায়না রসুনের দাম ১০ টাকা বেড়েছে। দাম বেড়ে যাওয়া নিয়ে আলু-পেঁয়াজ বিক্রেতা মো. লিটন বলেন, এখন আর দাম কমার কোনও সুযোগ নাই। এখন শুধু দাম বাড়বে। ঈদের আগে পর্যন্ত এমন দামই থাকবে। আরেক বিক্রেতা আব্দুস সালাম বলেন, কোরবানির ঈদের আগে সাধারণত আদা-রসুন পেয়াজের দাম বেড়ে যায়, এবারও বেড়েছে। এখন যে দাম রয়েছে কয়েকদিন পরে হয়তো আরও বেড়ে যাবে। বাজার করতে আসা তোফায়েল নামে এক ক্রেতা বলেন, রসুনের দাম মনে হচ্ছে প্রতি সপ্তাহেই ২০ টাকা করে বাড়ছে। আর হুট করেই আলু-পেঁয়াজের দামও বেড়ে গেলো৷ কোনও বিশেষ অনুষ্ঠান সামনে থাকলে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়- এটা ঠিক না। এছাড়া আজকের বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী ১৪০০-১৮০০ টাকা, রুই মাছ ৩৪০-৮০০ টাকা, কাতল মাছ ৩৬০-৬০০ টাকা, কালিবাউশ ৪৫০-৫০০ টাকা, চিংড়ি মাছ ৯০০-১৩০০ টাকা, কাঁচকি মাছ ৫০০ টাকা, কই মাছ ২৬০-৩০০ টাকা, পাবদা মাছ ৪৫০-৫০০ টাকা, শিং মাছ ৪০০-৬৫০ টাকা, টেংরা মাছ ৬৫০-৮০০ টাকা, বেলে মাছ ৬০০-১২০০ টাকা, বোয়াল মাছ ৭০০-১০০০ টাকা, রূপচাঁদা মাছ ১২০০-১৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার উপরে থাকলেও আজকে তা এর চেয়ে কমেছে। একই সঙ্গে কমেছে কক মুরগি ও লেয়ার মুরগির দাম। আজকে ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৮৫-১৯৫ টাকা, কক মুরগি ৩১৫-৩৩০ টাকা, লেয়ার মুরগি ৩৩৮-৩৪৫ টাকা, দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে আজকে ব্রয়লার মুরগির দাম কমেছে ৫ থেকে ১৫ টাকা। লেয়ার মুরগির দাম কমেছে ৫ টাকা থেকে ১২ টাকা ও কক মুরগির কমেছে ১০ থেকে ১৫ টাকা। আতিয়া চিকেন হাউজের বিক্রেতা মো. নাজমুল বলেন, এখন সব ধরনের মুরগির দামই কমেছে। এখন এরকম দামের মধ্যেই থাকবে। তবে ঈদের আগে কিছুটা বাড়তে পারে। অপরদিকে মুরগির দাম কমলেও বেড়েছে গরুর মাংস ও ডিমের দাম। গরুর মাংস ৭৮০-৮০০ থাকলেও আজ তা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ টাকা প্রতি কেজি দরে। আর মুরগির লাল ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে। এক্ষেত্রে লাল ডিমের দাম প্রতি ডজনে বেড়েছে ৫ টাকা করে। ডিমের দোকানের বিক্রেতা আব্দুল জব্বার বলেন, প্রতিদিনই পাইকাররা ১০ টাকা করে বাড়িয়ে দিচ্ছে। যদি এভাবে বাড়তে থাকে তাহলে তো সমস্যা। ডিমের আড়তের বিক্রেতা আনোয়ার বলেন, পাইকাররা বলেন- ডিম নাকি কম তাই দাম বাড়ছে। কিন্তু কয়েকদিন ডিম আমার চাহিদা থেকে কম পেয়েছিলাম, এখন তো ঠিকই পাচ্ছি। তাহলে ডিম আর কম থাকলো কই ? এদিকে সবকিছুর দাম বাড়তে থাকলেও মুদি দোকানের পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। আজকে প্যাকেট পোলাওয়ের চাল ১৫৫ টাকা, খোলা পোলাওয়ের চাল মানভেদে ১১০-১৪০ টাকা, ছোট মসুরের ডাল ১৪০ টাকা, মোটা মসুরের ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৮০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ডাবলি ৮০ টাকা, ছোলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৭ টাকা, কৌটাজাত ঘি ১৩৫০ টাকা, খোলা ঘি ১২৫০ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, খোলা চিনি ১৩০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা