দিনাজপুরে এবার কেজি দরে বিক্রি হচ্ছে লিচু – দৈনিক গণঅধিকার

দিনাজপুরে এবার কেজি দরে বিক্রি হচ্ছে লিচু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:২২
এতদিন লিচু পণ (৮০ পিস) বা পিস হিসেবে বিক্রি হলেও দিনাজপুরের হাকিমপুরের হিলিতে প্রথমবারের মতো ফলটি বিক্রি শুরু হয়েছে কেজি দরে। প্রতি কেজি লিচু বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তবে এসব লিচু বোটা থেকে ঝরা। বাড়তি দামের কারণে যারা লিচু কিনতে পারছেন না তারা হুমড়ি খেয়ে পড়েছেন কেজি দরে বিক্রি করা ওই দোকানে। ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতাও। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় হিলি বাজারে ১০০ টাকা কেজি হিসেবে লিচু বিক্রি করতে দেখা গেছে। তবে বাছাই করে নিলে ১৫০ টাকা দাম নেওয়া হচ্ছে। কম দামে ভালোমানের লিচু কিনে দারুণ খুশি ক্রেতারা। লিচু কিনতে আসা হামিদুল ইসলাম বলেন, সাধারণত লিচু শ হিসাবে বা পিস বিক্রি হয়ে আসছে। কিন্তু আজকে হিলি বাজারের পাবনা স্টোর মোড়ে দেখছি, কেজি হিসাবে বিক্রি হচ্ছে। অনেক মানুষের ভিড় দেখে আমিও আধা কেজি কিনলাম। লিচু কিনতে আসা ভ্যানচালক আব্দুল খালেক বলেন, বাজারে বোম্বাই লিচুর শ বিক্রি হচ্ছে ৪০০ টাকা করে। সারাদিন ভ্যান চালিয়ে তা দিয়ে চাল ডাল কিনে সংসার চালাতেই হিমশিম অবস্থা। এর ওপর এত দামে লিচু কিনে ছেলে মেয়েদেরকে খাওয়ানো অসম্ভব। এখানে লিচু ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শুনে কিনতে এসেছি। লিচু বেশ ভালোই রয়েছে তাই এক কেজি কিনলাম। রতনপুর থেকে হিলি বাজারে লিচু বিক্রি করতে আসা আবু মুসা বলেন, আমি প্রতি বছর মৌসুমে দিনাজপুর থেকে ঝরা লিচু কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করি। দিনাজপুর থেকে প্রতিদিন ঢাকার পাইকাররা বিপুল পরিমাণ লিচু কিনে নিয়ে যান। গাছ থেকে এসব লিচু পাড়তে গিয়ে বা গণনার সময় বোটা থেকে খুলে পড়ে। সেসব লিচু ঢাকার পাইকাররা আর নেন না। আমরা সেগুলো বাগান মালিকের কাছ থেকে ক্যারেট চুক্তিতে কিনে আনি। বাগান থেকে প্রতি কেজি কিনতে দাম পড়েছে ৭০ থেকে ৮০ টাকা। ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। আগে কেজি হিসাবে বিক্রির প্রচলন না থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে। নিন্মআয়ের মানুষেরা বেশি কিনছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার