দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হোটেল-রেস্তোরাঁয় বিক্রি কমেছে – দৈনিক গণঅধিকার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হোটেল-রেস্তোরাঁয় বিক্রি কমেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৩ | ৫:৫৬
বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হোটেল-রেস্তোরাঁয় বিক্রি কমেছে ৩০ শতাংশ। যেসব অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শনিবার এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এমন দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। একইসঙ্গে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসসহ সব ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রাজধানীর পুলিশ কনভেনশন হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব ইমরান হাসান। এ সময় সমিতির সভাপতি ওসমান গণিসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ইমরান হাসান বলেন, রেস্তোরাঁ ব্যবসায়ীরা সংকটে আছেন। টিকতে না পেরে বন্ধ হচ্ছে অনেক রেস্তোরাঁ। সরকারের তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে আবেদন রাজনৈতিক অস্থিরতার সুযোগ যাতে অসাধু ব্যবসায়ীরা নিতে না পারেন। পাশাপাশি অভিযানের নামে বিভিন্ন সংস্থা যাতে হয়রানি না করে। রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব আরও বলেন, প্রতিবেশী সব দেশের চেয়ে বাংলাদেশে গরুর মাংসের দাম বেশি। তাই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হোক। ট্যাক্স ভ্যাটের নামে মাঠ পর্যায়ে হোটেল রেস্তোরাঁগুলোকে হয়রানি করা হচ্ছে। সিটি করপোরেশন থেকেও অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধে সহগযোগিতা প্রয়োজন। ব্রয়লারের দাম বেড়েছে, সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে, এটি বন্ধ করতে হবে। বাজারকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। হোটেল-রেস্তোরাঁয় ৩০ শতাংশ বিক্রি কমেছে। তিনি আরও বলেন, সংকটে থাকা রেস্তোরাঁ খাতের অনেক প্রতিষ্ঠান ব্যবসায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় এ খাতের জন্য কর ছাড়সহ নানাক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। এছাড়া মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে গরুর মাংস আমদানির অনুমতি দিতে হবে। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অভিযানের নামে রেস্তোরাঁ ব্যবসায়ীদের হয়রানি না করারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিনই পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন শেরপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান