নামাজের সময়সূচি : ৫ আগস্ট ২০২৩
মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহর প্রতি ইমান আনার পর মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদত হচ্ছে এই নামাজ। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সবার ওপর নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ।
পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তাই যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো নামাজ পড়া মুসলমানকের কর্তব্য।
আজ শনিবার, ৫ আগস্ট ২০২৩ (২১ শ্রাবণ, ১৪৩০ বাংলা, ১৭ মহররম ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি
জোহর: ১২টা ০৬ মিনিট * আসর: ৪টা ৪২ মিনিট * মাগরিব: ৬টা ৪৫ মিনিট * এশা: ৮টা ০৫ মিনিট
ফজর (রোববার, ৬ আগস্ট): ৪টা ০৮ মিনিট
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে–
বিয়োগ করতে হবে–
চট্টগ্রাম: ৫ মিনিট * সিলেট: ৬ মিনিট *
যোগ করতে হবে–
খুলনা: ৩ মিনিট * রাজশাহী: ৭ মিনিট * রংপুর: ৮ মিনিট * বরিশাল: ১ মিনিট
সূর্যোদয় (রোববার, ৬ আগস্ট): ৫টা ২৭ মিনিট
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।