নিউজ ডেক্স
আরও খবর
বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা
গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব
হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল
পিতাপুত্রের টাকা পাচার
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ
ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে
ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম
নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর চেষ্টা নস্যাৎ করছেন: আইভী
নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব চেষ্টা নস্যাৎ করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
তিনি বলেন, ‘বহু প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। এই স্বাধীন দেশে আমাদের সন্তানকে হত্যা করা হবে, তা চাই না। একটি দেশে অনেক কিছু হয়। অপরাধ কখনও বেড়ে যায়, কখনও কমে। সরকারের দায়িত্ব অপরাধ দমন করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। এই দেশে যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, তারা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় দেশ গড়তে চান।’
আজ শুক্রবার বিকেলে ‘ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর’ পূর্তি উপলক্ষে আয়োজিত এক চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্বকীর স্মরণে দেশের ৪৭ জন বরেণ্য শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ‘চিত্রপটে ত্বকী’ শিরোনামে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মেয়র আইভী বলেন, ‘আপনি যেসব অর্জন করছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে দাঁড় করাতে চাচ্ছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছেন, সেই চেষ্টা নস্যাৎ করে দিচ্ছে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি। আপনি ভালো করেই তাদের চেনেন এবং জানেন। নির্বিচারে মানুষ হত্যার লাইসেন্স তাদের কে দেয়?’
ত্বকী হত্যার বিচার দাবি করে মেয়র আরও বলেন, ‘দশ বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে ত্বকী হত্যার বিচার চাচ্ছি। নারায়ণগঞ্জ শহরে আমরা বিশৃঙ্খলা চাই না। ত্বকী হত্যার বিচার অবশ্যই হবে। আমি সরকারের কাছে ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের মুক্তি দেন। আমরা এই ওসমানীয় সাম্রাজ্য থেকে মুক্তি চাই।’
আইভী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি, আমার বাবাও এই দল করতেন। যতদিন বেঁচে থাকব, আওয়ামী লীগই করব, জয় বাংলা বলব। তবে দলের ভেতরে থেকেও অন্যায়, অবিচারের প্রতিবাদ করব। অন্যায়কারী দলের হোক কিংবা দলের বাইরে হোক।’
শত হুমকির পরও ত্বকী হত্যার দাবি জানিয়ে আসছেন বলেও মন্তব্য করেন তিনি বলেন, ‘জনতাই আমাদের শক্তি। নারায়ণগঞ্জের মানুষই আমাদের পথ দেখাবে। এই শহরবাসীকে নিয়ে এ আন্দোলন আরও বেগবান করতে চাই। শহরবাসীকে জাগাতে চাই, সাহসী করতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, ‘চিত্রপটে ত্বকী’ পর্ষদের আহ্বায়ক শিল্পী জাহিদ মুস্তাফা, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।
এর আগে, সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র আইভী। ওই অনুষ্ঠানে তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে বলে মন্তব্য করেন। এই ধরনের নোংরা রাজনীতি বন্ধেরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আগের নিয়মে মানুষ চলে না। এখন তারা সব বোঝেন। শেষ পর্যন্ত আর কিছু পেলো না, আমার পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে রাজনীতি শুরু করল। এই ধরনের নোংরামি রাজনীতি শোভা পায় না। আপনার মতো নোংরামি করতে পারব না। কিন্তু আপনার নোংরা রাজনীতির জবাব দিতে পারব। বাড়াবাড়ি ভালো নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের কথা বলি, উন্নয়ন করতে দেন। এ রকম নোংরামি বরদাশত করা হবে না।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।