🇧🇩 মানিকগঞ্জে প্রতিনিধি 🌏
আরও খবর
বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা
গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব
হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল
পিতাপুত্রের টাকা পাচার
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ
ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে
ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম
বিচার বিভাগের গতি বাড়াতে নিয়োগ দেওয়া দুইশ জন বিচারক হচ্ছে
ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান বিচারপতি
সোমবার (২৬ জুন) দুপুরে মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী বলেন, বিচার বিভাগের গতি বাড়াতে নতুন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রধান বিচারপতি মানিকগঞ্জে পৌঁছে প্রথমে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
হাসান ফয়েস সিদ্দিকী বলেন, সারাদেশের আদালতগুলোতে মামলা জট কমাতে কাজ করছে। স্বল্প সময়ে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। বিচারের বাণী নিভৃতে কাঁদে সেটা আর হবে না, ইনশাআল্লাহ।
প্রধান বিচারপতি বলেন, শপথ গ্রহণের প্রথমদিনই প্রধানমন্ত্রীকে বলেছিলাম, দেখেন বিচারকদের বসার জায়গা আছে। আইনজীবীদের বসার জায়গা আছে। নেই শুধুমাত্র বিচারপ্রার্থীদের, যাদের জন্য এই আদালত। যাদের জন্য এই বিচারক। তারা আদালত প্রাঙ্গণে এসে স্বস্তিতে বসবে এমন ব্যবস্থা সারাদেশে কোথাও নেই। অথচ সারাদেশে এই আদালত, বিচারক, আইনজীবী সবাই তাদের সেবার জন্য নিয়োজিত। এটা প্রস্তাবের পর ন্যায়কুঞ্জ নির্মাণের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
তিনি বলেন, বিচার বিভাগের গতি বাড়াতে নিয়োগ দেওয়া হচ্ছে নতুন বিচারক। নতুন দুইশ জন বিচারক যদি যোগ দেন তাহলে সারাদেশে যে ঘাটতি আছে তা পূরণ করতে পারবো। বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম প্রধান অঙ্গ। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গত রেখে আমাদের দায়িত্ব বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যার একটি হচ্ছে ন্যায়কুঞ্জ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।