পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরই বাড়ল নিত্যপণ্যের দাম – দৈনিক গণঅধিকার

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরই বাড়ল নিত্যপণ্যের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৯:৪৩
সবেমাত্র দুদিন হলো পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার শপথ নিল। এরই মধ্যে বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। চিনি এবং ইস্পাতের দাম রীতিমতো আকাশচুম্বী। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুর্বলতায় হঠাৎ দাম বেড়ে যাওয়ায় রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সবকিছু মিলে ইতোমধ্যেই কঠিন চাপে আছেন ভোক্তরা। শুক্রবার ডনের প্রতিবেদনে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আসার পর প্রথম দুদিনে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বেড়েছে ৭ টাকা। আমদানিকৃত কাঁচামাল ও তৈরি পণ্যের স্থলমূল্য এ কারণেই বেড়ে গিয়েছে। চিনি বিক্রেতাদের মতে, মাত্র দুই দিনের মধ্যে চিনির পাইকারি দর প্রতি কেজি ৮ টাকা বেড়ে ১৫৩ টাকায় পৌঁছেছে। চিনির খুচরা মূল্য প্রতি কেজি ১৫০-১৫৫ টাকা থেকে ১৬০ টাকা হয়ে গেছে। অনলাইন দোকানগুলোতে দাম আরও চড়া। প্রতি কেজি চিনির মূল্য ১৬০-১৬৫ টাকা থেকে ১৭০ টাকা পর্যন্ত। ইস্পাত বারের দাম প্রতি টন ২৭০,০০০ থেকে ২৮০,০০০ রুপি ছুঁয়েছে, যা আগের দামের তুলনায় ১০,০০০ রুপি বেড়েছে। ডিজেলের হার প্রতি লিটারে ২০ রুপি বৃদ্ধির কারণে পরিবহণ খরচ বেড়ে গেছে। করাচি হোলসেলার্স গ্রোসারস অ্যাসোসিয়েশনের (কেডব্লিউজিএ) প্রধান রউফ ইব্রাহিম বলেছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকারের আগমন ‘বিপর্যয় ডেকে এনেছে’। তিনি বলেন, ‘আগের সরকারের মতো তত্ত্বাবধায়ক সরকারে কোনো রিট জারি করা হয়নি। মজুদদাররা মজুত করে রেখেছেন, কিন্তু সরকার কিছুই করছে বলে মনে হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘সরকার মজুদদার ও মিল মালিকদের গোডাউনের ওপর নজরদারি শুরু করলে চিনির দাম অবিলম্বে প্রতি কেজি ১০০ টাকার নিচে নেমে আসবে। গত বছরের আখের দাম প্রতি ৪০ কেজি ৩০০ টাকা বিবেচনায় রেখে এটি দামের ওপর আরও চাপ সৃষ্টি করবে।’ এ ঘটনায় বেলুচিস্তান হুইলস লিমিটেড (বিডব্লিউএল) অস্থায়ীভাবে ১৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাদের উৎপাদন বন্ধ রেখেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন