পুতিনকে তিন পথের দিশা দেবেন শি জিনপিং – দৈনিক গণঅধিকার

পুতিনকে তিন পথের দিশা দেবেন শি জিনপিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৩ | ১০:২৬ 77 ভিউ
ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো রাশিয়া সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার তিনি মস্কো পৌঁছান। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিন পথের দিশা দেবেন। যুদ্ধ বন্ধে আপস করা, যুদ্ধ চালিয়ে যাওয়া অথবা ভিন্ন কোনো পথ। অনেক বিশ্লেষক বলছেন, আন্তর্জাতিক রাজনীতির গোলযোগপূর্ণ এমন সময় শি জিনপিংয়ের রাশিয়া সফর দেশটির প্রতি তাদের পূর্ণ সমর্থনেরই বহিঃপ্রকাশ। শি’র রাশিয়া সফরের মূল কেন্দ্রবিন্দুও যে ইউক্রেন সংকট তা বেশ পরিষ্কার। কারণ এই যুদ্ধের সঙ্গে জড়িত রয়েছে চীনের ভূরাজনৈতিক সম্পর্ক। যদি যুদ্ধে রাশিয়া পরাজিত হয় তাহলে কী করতে পারে চীন? তারা কি পিছিয়ে যাবে নাকি রুশ সেনাবাহিনীকে সামরিক সহায়তা দেবে? বেইজিং অবশ্য বরাবরই বলছে তারা 'নিরপেক্ষ'। এ সফর নিয়ে নোবেলবিজয়ী রুশ সাংবাদিক মুরাতভ বলেন, পুতিন তার নিজস্ব ব্লক তৈরি করছেন। তিনি আর পশ্চিমাদের বিশ্বাস করেন না। কখনো করবেনও না। তিনি আরও বলেন, রাশিয়াকে চীনের পাশাপাশি ভারত, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার কিছু মিত্র দেশগুলোর একটি শক্তিশালী ব্লক সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এখানে তার উদ্দেশ্য হলো-একটি পশ্চিমাবিরোধী বিশ্ব গড়ে তোলা। মুরাতভ মনে করেন, ইউক্রেন যুদ্ধের জেরে এই পশ্চিমাবিরোধী বিশ্ব চীনের ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। ওয়াশিংটনের কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের (একটি নির্দলীয় আন্তর্জাতিক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক) সিনিয়র ফেলো আলেকজান্ডার গাবুয়েভ বলেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক নীতির সাংগঠনিক নীতিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে চীন রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা না করলেও অন্তত অস্ত্রের উপাদান এবং বেসামরিক প্রযুক্তি সরবরাহ করে। যা রাশিয়া সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলা করতে এবং রুশ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, রাশিয়া চীনের সঙ্গে প্রাথমিকভাবে জ্বালানি খাতে বাণিজ্য বাড়াচ্ছে। শি’র এই সফরে পুতিন রাশিয়ার তেল, গ্যাস এবং জ্বালানি পাইপলাইনের বিষয়গুলো আলোচ্যসূচিতে রাখবেন বলে আশা করা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ার স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বনামধন্য ইংলিশ প্রতিষ্ঠান CEL এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ভূ-রাজনীতির ফাঁদে বাংলাদেশ শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির! ইসরাইলের অভিযান নিয়ে যা বললেন পুতিন বেরিয়ে আসছে ব্যাটারদের হতশ্রী চেহারা নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হার উন্নয়নের কারণে আমরা উন্নত জীবন যাপন করতে পারছি: শিক্ষামন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ চার অগ্রাধিকার নীতি ঘোষণা চালকের কিস্তি আর সংসারের চাকা ঘুরাল ‘টিম পজিটিভ বাংলাদেশ’ রাজনৈতিক প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হয় না: ফখরুল পিটার হাসের বক্তব্যের প্রতিবাদে যা বললেন সাংবাদিকনেতারা ‘কোনো চুক্তিতে দেশে ফিরছেন না নওয়াজ শরিফ’ পদার্থে নোবেল পেলেন ৩ জন ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম সেপ্টেম্বরে সারা দেশে ১৫৭৭ অগ্নিকাণ্ড, ১১ প্রাণহানি ৩ মেয়েকে হত্যার পর নিখোঁজের নাটক মা-বাবার! এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব ব্যবসায়ী সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার: বাহাউদ্দিন নাছিম ডেঙ্গুতে সহস্রাধিক মৃত্যু শক সিনড্রোমের রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে