ফরিদপুরে বিনিয়োগের চেক পেলেন ৫০ কৃষক – দৈনিক গণঅধিকার

ফরিদপুরে বিনিয়োগের চেক পেলেন ৫০ কৃষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৩ | ১০:০২
ফরিদপুরে কৃষকদের মধ্যে বিনিয়োগের চেক বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ সোমবার শহরের গঙ্গাবর্দী এলাকায় ব্র্যাকের ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ অঞ্চলের পেঁয়াজ ও ভুট্টাচাষিদের মধ্যে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে কৃষি বিনিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন। এর মাধ্যমে ফরিদপুর অঞ্চলে পেঁয়াজ ও ভুট্টার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৫০ কৃষককে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এ. কে. আজাদ বলেন, বর্তমান সরকার দেশের সব ক্ষেত্রে যথাসম্ভব উন্নয়ন করেছে। কৃষিতে উন্নতির ফলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়েছে। সব খাতে কৃষিপণ্যের উৎপাদন বাড়ছে। তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক খাদ্যবাজারে বিরাজমান অস্থিরতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সংকটকালে খাদ্যনিরাপত্তা অর্জনের জন্য কৃষিতে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। আমাদের প্রয়োজনীয় খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে। পরিবর্তিত জলবায়ু উপযোগী উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় এ খাতে উৎপাদন বাড়াতে পারলে টেকসই উন্নয়ন সহজ হবে। ফরিদপুরে কৃষকদের মধ্যে বিনিয়োগের চেক বিতরণ - তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছানো এবং ব্যাংকগুলোকে এসএমই ও কৃষকবান্ধব করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ করছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং ব্যাংকের এসইভিপি, জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ফরিদপুর অঞ্চল) অতিরিক্ত পরিচালক হারুন আর রশিদ, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান আবদুর রহিম, ব্যাংকের সদরপুর শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান, চরভদ্রাসন শাখার ব্যবস্থাপক কে এম আনিসুর রহমান, ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, বিশিষ্ট আর্কিটেক্ট অধ্যাপক শামসুল ওয়ারেস, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আবদুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, ডা. খবিরুল ইসলাম, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি এস এম শাহ আলম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম নিরু, এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম প্রমুখ। কৃষকদের মধ্য থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন রাহিদ শেখ, মো. ইমতিয়াজ, জুলহাস সেক, সুশীল চন্দ্র মণ্ডল (সুনীল), হামিদুল মুন্সী প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত