ফাগুনের মোহনায় ভালোবাসার রং – দৈনিক গণঅধিকার

ফাগুনের মোহনায় ভালোবাসার রং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৩
আজ দিনশেষে রাত ফুরালেই শুরু হবে হলদে এক ভালোবাসার দিন। ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’-পত্রিকার পাতাগুলোয় বড় বড় করে লিখা থাকবে। সঙ্গে থাকবে ভালোবাসার রঙে রাঙানো কতশত কথা! ছোট্টবেলায় পত্রিকার পাতায় যখন লিখাটি দেখতাম, মায়ের শিফনের বাসন্তী রঙের শাড়িটা পরে বসন্ত পালন করতাম। ইয়াশিকা ক্যামেরাটায় রিল ভরা থাকলে দুটো ছবি। ব্যস, ঐটুকুই। ধীরে ধীরে এই পরিসর বাড়তে বাড়তে বেশ কয়েক বছর যাবত বিশাল পরিসরে পালিত হচ্ছে এই পয়লা ফাল্গুন। পুরো বাংলা জুড়ে বয়ে যায় হলুদ-বাসন্তীর ঢেউ। ছেলেরা পড়ে হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি। খোঁপায় গাঁদা ফুল আর গাঁয়ে জড়ায় গাঁদা ফুলের গয়না। ইদানীং সঙ্গে থাকে হরেক রকম ফুলের তৈরি মাথার ব্যান্ড। যা ছাড়া এখন সাজটাই অসম্পূর্ণ লাগে। আমরা এক রকম আধা বাঙালী, বাংলা সাল-তারিখ জানি না, মনেও রাখি না। কিন্তু এই বিশেষ দিনগুলো ঠিকই খুঁজে বের করি। ষড়ঋতুর এই দেশে বসন্তকে বলা হয় ‘ঋতুর রাণী’। এ সময় প্রকৃতি সাজে সম্পূর্ণ নতুনরূপে রঙিন হয়ে। শীতের শেষে পত্রপল্লবে জাগে নতুন শিহরণ। সবুজ কচি পাতায় ভরে যেতে থাকে গাছের ডালগুলো। সঙ্গে আমের মুকুলের প্রাণ মাতানো ঘ্রাণ! প্রকৃতিতে বইতে থাকে মৃদু-মন্দ হিম হিম এক মিষ্টি মধুর মন উদাস করা হাওয়া। সে হাওয়ায় মন উড়ে যায়। কেমন এক নিঃসঙ্গতা অনুভূত হয়! দুপুরটা যেন অনেক বেশি খা খা করে। ঠিক এমনি সময় ভালোবাসা দিবসের সূচনা। এতদিন পয়লা ফাল্গুনের ঠিক পরদিনই ছিল ভালোবাসা দিবস। দুদিনব্যাপী এই উৎসব পালনের জন্য থাকে বিশাল প্রস্তুতি, রীতিমতো ঈদের মতো কেনাকাটাও শুরু হয়ে যায়। একদিন ফাগুনের রঙে হলুদ-বাসন্তী সাজ, আরেকদিন ভালোবাসার আবিরমাখা লাল টুকটুকে সাজ। ২০২০ সালে বাংলা একাডেমির নতুন করে বাংলা তারিখ প্রবর্তনের ফলে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হচ্ছে। উৎসব পাগল কেউ ভাবছেন দুদিনের উৎসবই ভালো ছিল। কেউ আবার ভাবছেন এটাই ভালো, একদিনে দুই উৎসব। এখন তাই লাল-হলুদ দু’রঙে মিলেমিশে একাকার হয়ে যায় দিনটি। ভালোবাসা দিবস ভিনদেশী সংস্কৃতি থেকে আসলেও, ফাল্গুন একান্তই আমাদের বাঙালী উৎসব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা