ফাল্গুনের শেষ সন্ধ্যায় শিখরস্পর্শী জয় – দৈনিক গণঅধিকার

ফাল্গুনের শেষ সন্ধ্যায় শিখরস্পর্শী জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৭:২০
স্বপ্নের কোনো প্রাচীর নেই। আকাঙ্ক্ষা কখনো মেয়াদোত্তীর্ণ হয় না। কোনো কিছুই অসম্ভব নয়। স্বপ্ন তাড়া করুন। তারপর ধরে ফেলুন। আর দৃষ্টিটাকে প্রসারিত করুন রোদেলা আকাশে। ছায়া পড়ে থাকবে আপনার পেছনে। একটি জয় নিয়ে এত শব্দ খরচ করার কারণ, শিখরস্পর্শী সফলতা ঠিকঠাকভাবে তুলে ধরতে যে জুতসই শব্দই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত পরশু ফাল্গুনের শেষ সন্ধ্যায় মিরপুর মোহনীয় হয়ে ওঠে বাংলাদেশের মধুরতম জয়ে। একটি জয় বলাটা কি ঠিক? জয় তো আসলে তিনটি। এক, দুই, তিন-ইংল্যান্ড চুনকাম, যা কোনোদিন হয়নি তা হলো। মায়াবী বিভ্রম নয়, বাস্তব। নিছক ১৬ রানের জয় আলবৎ নয়। ৩-০তে টি ২০ সিরিজ নিজেদের করে নেওয়ার গরিমা কীভাবে বোঝাবেন? তিন সংস্করণের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটেই যে এতদিন সাকিব, মোস্তাফিজরা নিজেদের পিছিয়ে থাকাটা কবুল করতে কুণ্ঠাবোধ করতেন না! সেই সংস্করণেই জাদু! তাহলে কোন জিয়ন কাঠির স্পর্শে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পর্যুদস্ত করে, কোন পারঙ্গমতায় বাটলারদের পরাভূত করে নাজমুল, লিটনরা জীবনের চেয়ে বড় চরিত্র হয়ে উঠলেন। জীবনের মতো ক্রিকেটও ‘আনপ্রেডিক্টেবল’। মানুষের জীবনে অনেক বাঁকবদল, চড়াই-উতরাই থাকে। ক্রিকেটেও তাই। ১৩তম ওভার শেষে ইংল্যান্ড যখন এক উইকেটে ১০০, জয় তখন ৫৯ রান দূরে। কে ভেবেছিল সেখান থেকেই তাদের পিছলে পড়ে যাওয়া শুরু। তৃতীয় ও শেষ টি ২০র পান্ডুলিপি রচয়িতা তাই ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি এমন শ্বাসরুদ্ধকর করে তোলেন যে, গায়ে চিমটি কেটে নিশ্চিত হতে হয়, যা দেখলাম তা কি সত্যি, না স্বপ্ন। নাকি মায়াবী বিভ্রম। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড ২৮ রানের যোগে পাঁচ উইকেটের বিয়োগ ঘটিয়ে সর্বস্বান্ত হয়ে লন্ডনের ফিরতি বিমান ধরবে, তা কে ভেবেছিল। কিন্তু আপনি যা ভাববেন তা-ই হবে, ক্রিকেট আপনাকে সেই নিশ্চয়তা দেবে কেন! পৃথিবীর নিয়ম হলো, সব সময় সে সফলদের কুর্নিশ করে। পরাজিতকে কেউ মনে রাখে না। পৃথিবীতে লোকও আছে দুই ধরনের। এক, যারা পৃথিবীর সঙ্গে চলে। দুই, পৃথিবী যাদের সঙ্গে চলে। বাংলাদেশ দল এখন এমন পর্যায়ে নিজেদের নিয়ে গেছে যে, ক্রিকেট তাদের সঙ্গে চলবে। তাই সাকিব, মিরাজদের কীর্তি বিশ্লেষণে শব্দের পর শব্দ খরচ করে তাদের মাহাত্ম্য ঠিকঠাকভাবে তুলে ধরাটা দুরূহ বৈকি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, ইংল্যান্ড হালকাভাবে নিয়েছিল বাংলাদেশকে। আধুনিক ক্রিকেটে কোনো বোকাই শুধু হালকাভাবে নিতে পারে প্রতিপক্ষকে। সাবেক বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসানের কথা বরং ধর্তব্য-‘বাংলাদেশের টাইগাররা সত্যি স্নাতক সম্পন্ন করেছে। পেশাদার পারফরম্যান্সে মোড়ানো খেলায় ইংলিশ লায়নদের একেবারে উড়িয়ে দিয়েছে তারা।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দাম বাড়বে না হাহাকার বাসাবাড়ি শিল্পকারখানায় ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮ কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট। শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১ আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১১ এর রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার