ফাল্গুনের শেষ সন্ধ্যায় শিখরস্পর্শী জয় – দৈনিক গণঅধিকার

ফাল্গুনের শেষ সন্ধ্যায় শিখরস্পর্শী জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৭:২০
স্বপ্নের কোনো প্রাচীর নেই। আকাঙ্ক্ষা কখনো মেয়াদোত্তীর্ণ হয় না। কোনো কিছুই অসম্ভব নয়। স্বপ্ন তাড়া করুন। তারপর ধরে ফেলুন। আর দৃষ্টিটাকে প্রসারিত করুন রোদেলা আকাশে। ছায়া পড়ে থাকবে আপনার পেছনে। একটি জয় নিয়ে এত শব্দ খরচ করার কারণ, শিখরস্পর্শী সফলতা ঠিকঠাকভাবে তুলে ধরতে যে জুতসই শব্দই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত পরশু ফাল্গুনের শেষ সন্ধ্যায় মিরপুর মোহনীয় হয়ে ওঠে বাংলাদেশের মধুরতম জয়ে। একটি জয় বলাটা কি ঠিক? জয় তো আসলে তিনটি। এক, দুই, তিন-ইংল্যান্ড চুনকাম, যা কোনোদিন হয়নি তা হলো। মায়াবী বিভ্রম নয়, বাস্তব। নিছক ১৬ রানের জয় আলবৎ নয়। ৩-০তে টি ২০ সিরিজ নিজেদের করে নেওয়ার গরিমা কীভাবে বোঝাবেন? তিন সংস্করণের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটেই যে এতদিন সাকিব, মোস্তাফিজরা নিজেদের পিছিয়ে থাকাটা কবুল করতে কুণ্ঠাবোধ করতেন না! সেই সংস্করণেই জাদু! তাহলে কোন জিয়ন কাঠির স্পর্শে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পর্যুদস্ত করে, কোন পারঙ্গমতায় বাটলারদের পরাভূত করে নাজমুল, লিটনরা জীবনের চেয়ে বড় চরিত্র হয়ে উঠলেন। জীবনের মতো ক্রিকেটও ‘আনপ্রেডিক্টেবল’। মানুষের জীবনে অনেক বাঁকবদল, চড়াই-উতরাই থাকে। ক্রিকেটেও তাই। ১৩তম ওভার শেষে ইংল্যান্ড যখন এক উইকেটে ১০০, জয় তখন ৫৯ রান দূরে। কে ভেবেছিল সেখান থেকেই তাদের পিছলে পড়ে যাওয়া শুরু। তৃতীয় ও শেষ টি ২০র পান্ডুলিপি রচয়িতা তাই ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি এমন শ্বাসরুদ্ধকর করে তোলেন যে, গায়ে চিমটি কেটে নিশ্চিত হতে হয়, যা দেখলাম তা কি সত্যি, না স্বপ্ন। নাকি মায়াবী বিভ্রম। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড ২৮ রানের যোগে পাঁচ উইকেটের বিয়োগ ঘটিয়ে সর্বস্বান্ত হয়ে লন্ডনের ফিরতি বিমান ধরবে, তা কে ভেবেছিল। কিন্তু আপনি যা ভাববেন তা-ই হবে, ক্রিকেট আপনাকে সেই নিশ্চয়তা দেবে কেন! পৃথিবীর নিয়ম হলো, সব সময় সে সফলদের কুর্নিশ করে। পরাজিতকে কেউ মনে রাখে না। পৃথিবীতে লোকও আছে দুই ধরনের। এক, যারা পৃথিবীর সঙ্গে চলে। দুই, পৃথিবী যাদের সঙ্গে চলে। বাংলাদেশ দল এখন এমন পর্যায়ে নিজেদের নিয়ে গেছে যে, ক্রিকেট তাদের সঙ্গে চলবে। তাই সাকিব, মিরাজদের কীর্তি বিশ্লেষণে শব্দের পর শব্দ খরচ করে তাদের মাহাত্ম্য ঠিকঠাকভাবে তুলে ধরাটা দুরূহ বৈকি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, ইংল্যান্ড হালকাভাবে নিয়েছিল বাংলাদেশকে। আধুনিক ক্রিকেটে কোনো বোকাই শুধু হালকাভাবে নিতে পারে প্রতিপক্ষকে। সাবেক বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসানের কথা বরং ধর্তব্য-‘বাংলাদেশের টাইগাররা সত্যি স্নাতক সম্পন্ন করেছে। পেশাদার পারফরম্যান্সে মোড়ানো খেলায় ইংলিশ লায়নদের একেবারে উড়িয়ে দিয়েছে তারা।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক