ফের ঢাকার মঞ্চ মাতাবেন নচিকেতা – দৈনিক গণঅধিকার

ফের ঢাকার মঞ্চ মাতাবেন নচিকেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:০৫
দীর্ঘ ৮ মাস পর ফের ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী নচিকেতা। গত বছরের মতই এবারও তিনি লাইভ কনসার্টে অংশ নেবেন। আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’। গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’ আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে গাইবেন বাংলাদেশের জয় শাহরিয়ার। গত বছরও নচিকেতার কনসার্টে গেয়েছিলেন তিনি। নিজের শিল্পী জীবনের তিন দশক পূর্তিতে গত নভেম্বরেও ঢাকায় লাইভ কনসার্টে অংশ নেন নচিকেতা। সেই আয়োজনও করেছিল ‘আজব কারখানা’। আজব কারখানার কর্ণধার ও গায়ক জয় শাহরিয়ার জানান, সেই কনসার্টের সাফল্যের পর বাংলাদেশের অগণিত ভক্ত-শ্রোতার কথা ভেবে আবার ঢাকায় নচিকেতাকে নিয়ে আসছেন তারা। জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে কনসার্টের টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আজব কারখানা’র ফেইসবুক পেজে এর সব আপডেট জানানো হবে। ২০১৬ সাল থেকে সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের সুর ও সংগীতায়োজনে গাইছেন দুই বাংলার জনপ্রিয় নচিকেতা। ‘হয়ত আবার’, ‘শেষ সময়’, ‘শান্তি আসুক ফিরে’, ‘বরিষণ’, ‘কেউ নেই ভালো’ গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে ‘আরেকটিবার বাঁচো’ গানটি। বাংলা গানে নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৯০ দশকের শুরুর দিকে। ১৯৯৩ সালে 'এই বেশ ভালো আছি' অ্যালবাম বের হওয়ার পর কলকাতার পাশাপাশি ঢাকাতেও তুমুল জনপ্রিয় হন তিনি। এরপর তার আরও ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবামও আছে কিছু। 'নীলাঞ্জনা', 'যখন সময় থমকে দাঁড়ায়', 'অনির্বাণ', 'বৃদ্ধাশ্রম' এর মত তুমুল জনপ্রিয় গান নিয়ে আসা নচিকেতা চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। মাঝেমধ্যে স্টেজ শোতেও পাওয়া যায় তাকে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি নিজেও গেয়েছেন। গান করেছেন বলিউডের সিনেমাতেও।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার