বগুড়ার ৩ উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত – দৈনিক গণঅধিকার

বগুড়ার ৩ উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:০৩
৬ষ্ঠ ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন রয়েছেন। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানিয়েছেন, মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানত ফিরে পাবেন না। নন্দীগ্রাম উপজেলায় মোট ১ লাখ ৫৭ হাজার ১৯০ ভোটারের মধ্যে প্রদত্ত ভোটারের সংখ্যা ৭২ হাজার ৭১১ জন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১০ হাজার ৯০৭ ভোট পেতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান প্রার্থী নজিবুল্লাহ মজনু মণ্ডল (৬৩৭) ও মাহমুদ আশরাফ (৫৬৪) জামানত খুইয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম (২৫৪২) ও ইলিয়াস আলীর (১৪০২) জামানত বাজেয়াপ্ত হবে। শেরপুর উপজেলায় মোট ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১২ হাজার ৭২৪ ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী এম এ হান্নান (১৭৪১), জাকারিয়া তারেক বিদ্যুৎ (৭৪৬) ও রুবেল আহমেদ (৫০৮) জামানত ফিরে পাচ্ছেন না। ভাইস চেয়ারম্যান প্রার্থী বিধান কুমার ঘোষ (৭৪৭৩), সাইফুল বারী ডাবলু (৭৩৮৯) ও সাদ্দাম হোসেন (৫২৩০) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরোজা খাতুন (১০,৫৯১) জামানত হারাবেন। ধুনট উপজেলায় ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৭০১ ভোট। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১৪ হাজার ৫০৫ ভোট পেতে ব্যর্থ হওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পপি সাহা (১১,৪২৪), নাজনীল নাহার (১২,১৭৬) ও সিমা আক্তার (১১,৪৮৮) জামানত ফিরে পাবেন না। নির্বাচন কর্মকর্তারা জানান, ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ১ মাসের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা ও জামানত ফিরে পেতে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন