‘বর্তমানে উপস্থাপনায় সিন্ডিকেটের আগ্রাসন ভয়াবহ’ – দৈনিক গণঅধিকার

‘বর্তমানে উপস্থাপনায় সিন্ডিকেটের আগ্রাসন ভয়াবহ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:১৮
অধরা জাহান। একাধারে তিনি গীতিকার, উপস্থাপক ও নির্মাতা। সাহিত্য চর্চাও করেন নিয়মিত। আগামী বইমেলায় আসছে তার নতুন উপন্যাস। পাশাপাশি গান ও নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ শুরুর কথাও জানিয়েছেন। এসব বিষয় নিয়েই আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি। * নতুন বছর কীভাবে শুরু করেছেন? ** দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল নিজের মনেরমতো কিছু কাজ করব। যা গুছিয়ে নিয়েছি গত দুবছর। এ বছর শুরু করছি। সিন্ডিকেটের কারণে অনেকদিন ঠিকভাবে কাজ করতে পারছিলাম না। আমি সিন্ডিকেটের শিকার। তবে গান লেখা, উপস্থাপনা, নির্মাণের পাশাপাশি যেহেতু আমি সাহিত্য চর্চাও করি, তাই সাহিত্যের প্রথিতযশাদের মধ্যে যারা সুস্থ এবং জীবিত রয়েছেন সেসব গুণীদের নিয়ে আমার গ্রন্থনা, পরিকল্পনা এবং উপস্থাপনায় ‘পরম্পরা’ শিরোনামে ধারাবাহিক একটি আয়োজন শুরু করছি। এ আয়োজনে গীতিকবি, সুরকার, ছড়াকার, আবৃত্তিকার, উপন্যাসিক, কবি এবং সাংবাদিকরা থাকবেন। * বিভিন্ন সময় গানের কথামালাকে আপনি সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন। এটা আসলে কতটা সঠিক? ** সংগীত রচনা তো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সমৃদ্ধ সাহিত্য বলে মনে হয়। কারণ একটি আট লাইন বারো লাইনের গানে যেভাবে একজন মানুষের অন্তর্নিহিত ভাব প্রকাশ পায়, পৃথিবীর কোনো কিছুতেই সেটা সম্ভব নয়। আনন্দ বেদনা, শোক কিংবা সুখ-সবেতেই সংগীত আমাদের প্রাণ জোগায়। তাই সংগীত আমার দৃষ্টিতে সাহিত্যের অনেক বড় অংশ। * বলছিলেন, আপনি সিন্ডিকেটের শিকার। সেটা কীভাবে? ** শোবিজের প্রতিটি সেক্টরই এখন সিন্ডিকেটে চলে। তবে উপস্থাপনায় বর্তমানে এ সিন্ডিকেটের আগ্রাসন ভয়াবহ। যে সিন্ডিকেটের শিকার আমি গত চার, পাঁচ বছর ধরে। এখন তো যিনি প্রমিত বাংলায় কথা বলতে পারেন না তিনিও উপস্থাপিকা। কারণ তাদের অন্য যোগ্যতা অনেক বেশি! প্রাইভেট চ্যানেলগুলোতে একটা সময় এটা বেশি ছিল। আর সত্যিকারের উপস্থাপকদের সবচেয়ে আস্থার জায়গা ছিল বিটিভি। কিন্তু সে জায়গাও গত কয়েক বছর থেকে গুটি কয়েক মানুষের জন্য নষ্ট হয়ে গেছে। তাই এসব কিছু থেকে সরে এসে নিজের মেধা ও শ্রম দিয়ে এখন নিজেই অনুষ্ঠান আয়োজন করছি। * এবারের বইমেলায় আপনার লেখা কী থাকছে? ** এবছর তাম্রলিপি প্রকাশনা থেকে প্রকাশ পাবে আমার দ্বিতীয় বই কাব্য উপন্যাস ‘কাগজের পুরুষ’। ইচ্ছা ছিল কাব্যগ্রন্থ প্রকাশের। কিন্তু আমার পাঠকদের এ বছরের প্রত্যাশা উপন্যাসের। তাই এ বছরের উপন্যাসই তুলে দিচ্ছি। তবে উপন্যাসটি লেখা শুরু করেছিলাম ৫ বছর আগে। * এর বাইরে আর কী কী কাজ করছেন? ** সম্প্রতি চলচ্চিত্র পরিচালক শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ভাইয়ের একটি চলচ্চিত্রের দুটি গান লেখার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। যার একটি গান প্রায় শেষ। এ ছাড়াও সামনে নারী দিবস’সহ বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই