
নিউজ ডেক্স
আরও খবর

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস

কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর

যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি

সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ!

সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়!

ইরান দূতাবাসের ঢাকায় ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাড্ডায় কারখানা মালিককে ৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর বাড্ডার বড় বেরাইদ এলাকায় অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে কুয়াশা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সেই সঙ্গে অবৈধভাবে মোড়কজাত করার দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকার জরিমানার এ আদেশ দেন।
বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছে।এর মধ্যে রয়েছে- আমের জুস, চকলেট, সরিষার তেল, সয়াবিন তেল, হারপিক, হ্যান্ডওয়াশ, মশাল কয়েল।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক জানান, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন করে আসছিল কারখানার মালিক। খবর পেয়ে আজ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকার জানান, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় কারখানার মালিক মিলন মিয়াকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে মোড়কজাত করার দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কারখানার মালিক মিলন মিয়া জানান, উৎপাদনের অনুমোদন চেয়ে বিএসটিআইয়ের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনও অনুমোদন পাননি তিনি।
এর আগে বিএসটিআইয়ের একই টিম মহাখালীর কাঁচাবাজারে অভিযান চালায়। সেখানে একটি মুদি দোকানে বিএসটিআইয়ের অনুমোদনহীন মুড়ির প্যাকেট পাওয়ায় প্রতীকী ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফল ও মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ ল্যাব টিম। পরীক্ষার পর কোনো ফরমালিন পাননি বলে জানান তারা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।