বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু, পেনপেনানিতে শেষ: ওবায়দুল কাদের – দৈনিক গণঅধিকার

বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু, পেনপেনানিতে শেষ: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ১০:২১
বিএনপির আন্দোলন ঢাকঢোল পিটিয়ে শুরু হলেও পেনপেনানিতে শেষ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। কাদের বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাকঢোল পিটিয়ে আন্দোলন শুরু করে আর পেনপেনানিতে শেষ করে। এবারও দৌড়াতে দৌড়াতে তাদের আন্দোলন পদযাত্রা, এরপর মানববন্ধনে এসে পৌঁছেছে। তিনি বলেন, যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। সেতুমন্ত্রী বলেন, তাদের দলেই তো গণতন্ত্র নেই। তারা তাদের দলে গলতন্ত্রের চর্চাও করে না। সেই দল আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা সাজাপ্রাপ্ত। মানুষ কীভাবে তাদের গ্রহণ করবে। নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতিহত করতে হবে। আমরা জোর করে তাদের আক্রমণ করবো না। তবে গায়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ফরিদপুরের নতুন কমিটির কাছে আমার নির্দেশ থাকবে, দলকে ঐক্যবদ্ধ রাখবেন। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শুক্র না হয়, তাহলে বাইরের শক্র দলের কোনো ক্ষতি করতে পারবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান কার্যক্রম চালুর অপেক্ষায় আইকনিক রেলওয়ে স্টেশন আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র জুলাই বিপ্লবে আহত সুজনকে আর্থিক অনুদান দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন শেরপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ আবরারের ৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়াতে ছাত্র সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন: শ্রম সচিব হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান পিতাপুত্রের টাকা পাচার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুজিবুর রহমান