
নিউজ ডেক্স
আরও খবর

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

ডেমোক্রেট পাগলদের দল: হোয়াইট হাউস

ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
বিজেপির দায়ের করা মানহানি মামলায় রাহুলের জামিন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) -র দায়েরকৃত মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (৭ জুন) বেঙ্গালুরুর আদালত তার জামিন মঞ্জুর করে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে।
আদালতে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরই তার জামিন মঞ্জুরের ঘোষণা দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট কেএনএস শিবকুমার। আগামী ৩০ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। সাবেক এমপি ডি কে সুরেশ রাহুলের পক্ষে নিরাপত্তা হিসেবে ৭৫ লাখ রুপি মূল্যের সম্পদ জামানত দেওয়ার পর তার জামিন হয়।
২০২৩ সালে, কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সব ধরনের সরকারি কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। এ নিয়ে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞাপনকে মিথ্যা ও অবমাননাকর উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিজেপি এমএলসি এবং সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। বিজেপির দাবি, এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
ওই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় গত ১ জুন সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে জামিন দেওয়া হলেও রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়ানাদ উভয় আসনেই জিতেছেন রাহুল গান্ধী।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।