নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁও ২ টাকায় চা-নাস্তা বিক্রি করেন নুর ইসলাম
পায়ে হেঁটে হজে যাচ্ছেন গাইবান্ধার আলম আলী
অফিস-আদালত খুললেও জমজমাট বিনোদন কেন্দ্রগুলো
রাজধানীর পশুহাট গুলোতে লাখের নিচে গরু নেই
বাস টার্মিনালে তদারকি করছে বিআরটিএ ; অনিয়ম পেলেই ব্যবস্থা
প্রেমের টানে চট্টগ্রামে শ্রীলঙ্কান তরুণী পচলা
রাজধানীর পশুহাটে কোরবানির পশু প্রবেশ শুরু
সেনাবাহিনীর অভিযানে
বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার:পাঁচ পাহাড়ি সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে নিরপত্তা বাহিনী। টানা চার ঘণ্টার এ অভিযানকালে মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে আটক সন্ত্রাসীদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমন্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে এ কে ৪৭ রাইফেল একটি, পয়েন্ট ২২ মিলিমিটার রাইফেল একটি, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি অ্যামোনেশন ৩৬ রাউন্ড, লং ব্যারেল ১টি, মর্টারশেল ৪টি, এ কে ৪৭ অ্যামোনেশন ৭ রাউন্ড, এম-১ রাইফেল একটি, এম-১ অ্যামোনেশন ২৪ রাউন্ড ও মাইন তৈরির সরঞ্জামাদি ছাড়াও ওয়াকিটকি ২টি, বান্ডুলার ৬টি, ইউনিফর্ম ৫ জোড়া, মোবাইল সেট ৬টি, কাচের বোতল ৩৭টি ও ভারতীয় মুদ্রা ১১০ রুপি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে গুইমারা রিজিয়নের অধীন মানিকছড়ি-ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকার বাসিন্দা রমজান আলীর পরিবারকে জিম্মি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে অবস্থান গ্রহণ করে। তিনদিন ধরে রমজান আলী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের না হলে স্থানীয়রা খবর নিয়ে বিষয়টি জানতে পেরে নিরাপত্তা বাহিনীকে জানান।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। টানা চার ঘণ্টা অভিযান শেষে ওই বাড়ি থেকে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।
এ সময় বসতঘরের চৌকির নিচে স্তূপ করে রাখা মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া জিম্মি অবস্থায় থাকা রমজান আলীর পরিবারের পাঁচ সদস্যকেও উদ্ধার করা হয়।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।