বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার:পাঁচ পাহাড়ি সন্ত্রাসী আটক – দৈনিক গণঅধিকার

সেনাবাহিনীর অভিযানে

বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার:পাঁচ পাহাড়ি সন্ত্রাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:১৭
খাগড়াছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে নিরপত্তা বাহিনী। টানা চার ঘণ্টার এ অভিযানকালে মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে আটক সন্ত্রাসীদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমন্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে এ কে ৪৭ রাইফেল একটি, পয়েন্ট ২২ মিলিমিটার রাইফেল একটি, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি অ্যামোনেশন ৩৬ রাউন্ড, লং ব্যারেল ১টি, মর্টারশেল ৪টি, এ কে ৪৭ অ্যামোনেশন ৭ রাউন্ড, এম-১ রাইফেল একটি, এম-১ অ্যামোনেশন ২৪ রাউন্ড ও মাইন তৈরির সরঞ্জামাদি ছাড়াও ওয়াকিটকি ২টি, বান্ডুলার ৬টি, ইউনিফর্ম ৫ জোড়া, মোবাইল সেট ৬টি, কাচের বোতল ৩৭টি ও ভারতীয় মুদ্রা ১১০ রুপি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে গুইমারা রিজিয়নের অধীন মানিকছড়ি-ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকার বাসিন্দা রমজান আলীর পরিবারকে জিম্মি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে অবস্থান গ্রহণ করে। তিনদিন ধরে রমজান আলী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের না হলে স্থানীয়রা খবর নিয়ে বিষয়টি জানতে পেরে নিরাপত্তা বাহিনীকে জানান। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। টানা চার ঘণ্টা অভিযান শেষে ওই বাড়ি থেকে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। এ সময় বসতঘরের চৌকির নিচে স্তূপ করে রাখা মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া জিম্মি অবস্থায় থাকা রমজান আলীর পরিবারের পাঁচ সদস্যকেও উদ্ধার করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে নি’হ’ত সাবেক এমপি আনোয়ারুল আজীমের কোটি টাকার গাড়ি কুষ্টিয়ায় মেহেরপুর সদর উপজেলার বাড়াদিতে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু