বুঝতেই পারিনি চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি: মাহি – দৈনিক গণঅধিকার

বুঝতেই পারিনি চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি: মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৮:২১
‘খ্যাতির মোহ কখনও আমাকে পেয়ে বসেনি। সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে– এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিইনি। সেই কাজটি করতে চেয়েছি, যেটা নিজের ভালো লাগবে। এমন গল্প ও চরিত্র চেয়েছি, যা দর্শকের মনে আঁচড় কাটবে। অভিনয় নিয়ে এমন কথাই বললেন অভিনেত্রী সামিরা খান মাহি। ছোট পর্দায় ‘হাঙর’, ‘এমন যদি হতো’, ‘একদিন চাকুরী হবে’, ‘ইমোশনাল ম্যান’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘সকাল বিকাল রাত্রি’, ‘লুঙ্গিবাজ’, ‘রাখাল বালিকা’, ‘গার্লস স্কোয়াড’সহ বেশ কিছু কাজ দিয়ে যিনি দর্শক প্রশংসা পেয়েছেন, তাঁর মুখে এমন কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। এবার নাটক-টেলিছবি অভিনয়ের পর ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তাঁর। ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাহি। এই সিরিজে তাঁর বিপরীতে রয়েছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। এতে ভীষণ উচ্ছ্বাসিত তিনি। মাহি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ তিনি তো অনেক বড় মাপের অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি সহযোগিতাপরায়ণ, আমি বুঝতেই পারিনি যে আমি তাঁর সঙ্গে অভিনয় করছি। এ ছাড়া অন্যান্য সহশিল্পী যাঁদের পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। ভালো একটা টিম ছিল। সব মিলিয়ে নির্মাণও ছিল দুর্দান্ত । এখন অপেক্ষা করছি দর্শকের সঙ্গে কাজটি দেখার।’ ৬ পর্বের সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। ওটিটির কারণ অভিনয়শিল্পীরা টিভি-নাটক অনেকটাই কমিয়ে দিয়েছেন। অনেকে সরাসরি অনাগ্রহও প্রকাশ করছেন। আপনিও কি সেই পথে হাঁটবেন। মাহির উত্তর– ‘যাঁরা নাটক ছেড়ে ওটিটিতে অভিনয় করছেন, এটা তাঁদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না। টিভি নাটকেও কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের অনেক নাটক দেখে কলকাতার দর্শক প্রশংসা করছেন। একটু খেয়াল করে দেখবেন, দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন।’ নাটক, ওটিটির মাধ্যমের কাজ নিয়ে অনেক কথা হলো। সিনেমা নিয়ে মাহির ভাবনা কী? ‘আমি র‍্যাম্প দিয়ে মিডিয়ার কাজ শুরু করি। এরপর নাটক ও টেলিছবিতে প্রচুর কাজ করেছি। সিনেমায় অভিনয়ে ইচ্ছা যে জাগেনি তা কিন্তু নয়। সে রকম গল্প-চরিত্র পেলে যে কোনো সময় অবশ্যই সিনেমায় অভিনয়ের ঘোষণা দেব’– বললেন মাহি। আরটিভির আয়োজনে ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে হয়ে যান প্রথম রানারআপ। সেটা ২০১৪ সালের কথা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়লেন। কিন্তু মাহি মিডিয়ায় আটঘাট বেঁধে নামলেন। এখন মডেলিং, অভিনয়– সবখানেই সরব তিনি। সিলেটে জন্ম নেওয়া মাহির শৈশব ছিল দুষ্টুমিতে ভরা। এই সুহাসিনীর অভিনয় নিয়ে তাঁর স্বপ্নও অনেক। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে তৈরি করতে চান। আরও অনেক ভালো কাজ উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে দর্শকদের। সে লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত-৫ কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম বান্দরবানে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ অনুপ্রবেশের দায় ভারতীয় নাগরিক ২,সহোদর কে আটক করে বিজিবি দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে র‍্যাব বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা