
নিউজ ডেক্স
আরও খবর

চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪

সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

দিনে লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি

ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব

ঢাকায় ছিনতাইয়ের ৪৩২ হটস্পট
বেনজীরের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদে নতুন তারিখ দিলো দুদক

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৪ জুন সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আইনজীবীর মাধ্যমে আবেদনের পর রবিবার (৯ জুন) দুদকের পক্ষ থেকে এই সময় দেওয়া হয়। এর আগে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ জুন সময় দেয় দুদক।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাবেক আইজিপিকে প্রথমে গত ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করলে তাকে ২৩ জুন সময় দেওয়া হয়। ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছিল তার স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে। রবিবার (৯ জুন) তারাও সময় চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষ ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারণ করেছে।
গত ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ক্রোক ও ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরপর গত ২৬ মে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের আরও ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব অবরুদ্ধ করা ছাড়াও ৬২৭ বিঘা স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়। ইতোমধ্যে সেসব স্থাবর সম্পদ দেখভালের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রিসিভার নিয়োগ করা হয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।