নিউজ ডেক্স
আরও খবর
ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ
দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে
টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে শেষ ৮ থেকে ছিটকে পড়লো স্লোভেনিয়া
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?
জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব এএফএ’কে ফিফার শাস্তি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের জানা-অজানা
কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি, জানালেন দলটির ফুটবলার
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর নতুন কোচ কে হবেন সেই গুঞ্জন চলছে। ওই গুঞ্জনে বিদেশি কোচদের নাম এসেছে বেশি। যার মধ্যে অন্যতম রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
যদিও রিয়াল মাদ্রিদ কোচ বরাবর ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে মুখ বন্ধ রেখেছেন। সম্প্রতি বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো হারের পর কার্লো তার চাকরির বিষয়ে বলেছেন, ‘ওটা রিয়াল বোর্ডের সিদ্ধান্ত। আমি তো চাইবো সারা জীবন এই ক্লাবের কোচ থাকি। যদিও বাস্তবে সেটা সম্ভব নয়।’
এবার ব্রাজিলের ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন মোরালেন ফাঁটালেন বোমা। তিনি রিয়াল মাদ্রিদের ফুটবলার ও ব্রাজিলের সতীর্থদের বরাত দিয়ে জানিয়েছেন, ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে আনচেলত্তির সম্ভাবনা বেশি।
এদেরসন বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, এদের মিলিতাও এবং কাসেমিরোর (সাবেক রিয়াল মিডফিল্ডার) সঙ্গে কথা বলেছি। কার্লো আনচেলত্তির ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার খুবই ভালো সম্ভাবনা আছে।’
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির এবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। নিজ নিজ ম্যাচে তারা জয় পেলে গত আসরের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে সিটিজেনরা।
এদেরসন জানিয়েছেন, তারা চেষ্টা করবেন দ্রুত রিয়ালকে বিদায় করতে। যাতে কার্লো রিয়ালের চাকরি হারিয়ে দ্রুত ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন, ‘রিয়াল মাদ্রিদকে আমরা বিদায় করার চেষ্টা করবো, যাতে কার্লো আনচেলত্তি যত দ্রুত সম্ভব ব্রাজিলের হেড কোচের দায়িত্ব নিতে পারেন।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।