ভবনের নিয়ন্ত্রণহীন মিশ্র ব্যবহারে বাড়ছে ঝুঁকি – দৈনিক গণঅধিকার

ভবনের নিয়ন্ত্রণহীন মিশ্র ব্যবহারে বাড়ছে ঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ১০:০৮
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মোহ তদন্তের দাবি জানিয়ে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিধি না মেনে ভবন নির্মাণ, এর পর সেখানে নিয়ন্ত্রণহীনভাবে আবাসন এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা মানুষের জীবনহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়িয়ে তুলেছেন। শুক্রবার ‘নগরে নাগরিকদের বসবাস ঝুঁকি ও জীবনের নিরাপত্তা : নগর উন্নয়ন পরিকল্পনা এবং নগর সংস্থাসমূহের ভূমিকা ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল এ আলোচনা সভার আয়োজক ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ, পরিচালক চৌধুরী জাবের সাদেক, আরিফুল ইসলাম, অধ্যাপক ফরহাদুর রেজা, প্রকৌশলী ইয়াসির আরাফাত খান প্রমুখ। সভায় প্রবন্ধ উপস্থাপন করে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, সারাদেশে ভবনে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও বসবাসের ঝুঁকির পেছনে দায়ী সেবা সংস্থাগুলোর নজরদারির অভাব, একই ভবনকে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহার, নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে ভবন মালিক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অবহেলা, গাফিলতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ শাস্তি না হওয়া এবং ভবন নির্মাণে বিদ্যমান আইন ও বিধি অনুসরণে উদাসীনতা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামের মতো জনবহুল শহরের পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনায় সঠিক মানদণ্ড অনুসরণ না করার কারণেও দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। আইপিডি মনে করে, একের পর এক দুর্ঘটনার পরও কারও টনক নড়েনি। রাজধানীসহ বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠছে। একই ভবনের বিভিন্ন তলায় রেস্টুরেন্ট, রাসায়নিক বা বিভিন্ন দাহ্য বস্তুর গুদাম এমনকি শিল্পকারখানা ও আবাসন করা হচ্ছে। জলাশয়, জলাভূমি ভরাট করে সুউচ্চ ভবন নির্মাণ করা হলেও মানা হচ্ছে না ইমারত আইন ও বিধিমালা। এতে এসব ভবনে বসবাসকারীরা যে কোনো সময় অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভূমিধসের মতো বিধ্বংসী দুর্যোগের শিকার হতে পারেন। তবে এসব দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় নগর সংস্থা, নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত দায়িত্ব রয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আর এগুলো নিশ্চিতের উদ্যোগ সরকারকেই নিতে হবে বলে মনে করে সংগঠনটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত-৫ কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম বান্দরবানে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ অনুপ্রবেশের দায় ভারতীয় নাগরিক ২,সহোদর কে আটক করে বিজিবি দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে র‍্যাব বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব: বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন নাটোরে কাঠের বক্সে ৪ কেজি গাঁজা ডিএনসি’র রাজশাহী চৌকস দলের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত অস্থির চালের বাজার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের বাজারে হইচই নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা